বুয়েট ভর্তির আবেদন শুরু ৩০ নভেম্বর, পরীক্ষা দুই ধাপে
- সময় : ০৬:২২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
- / ১০ বার দেখেছে
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) স্নাতক পর্যায়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তির জন্য অনলাইনে আবেদন শুরু হচ্ছে আগামী ৩০ নভেম্বর, যা ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে। আর পরীক্ষা শুরু হবে আগামী ২৩ জানুয়ারি।
বুয়েটের একাডেমিক কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্তের পর সোমবার (১৮ নভেম্বর) প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়, বুয়েটে ভর্তির জন্য আগামী ৩০ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। ভর্তির আবেদন ফি ১৫ ডিসেম্বর বিকেল ৩টা পর্যন্ত মোবাইল বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়া যাবে।
আরো পড়ুনঃ আমিও বাজারে যাই, দুঃখ লাগে: অর্থ উপদেষ্টা
এরপর দুই ধাপে ভর্তি পরীক্ষার প্রথম দিন প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমে ২৩ জানুয়ারি প্রাক–নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় উত্তীর্ণরা ১৩ ফেব্রুয়ারি মূল ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।