প্যারাগুয়ে ম্যাচে রেগে ব্রাজিলিয়ান রেফারিকে যা বলেছিলেন মেসি
- সময় : ০৩:১২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
- / ১৬ বার দেখেছে
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে অপ্রত্যাশিত হারের রাতে নিজের ছায়া হয়ে ছিলেন লিওনেল মেসি। ম্যাচের প্রথমার্ধে রেফারির একটি সিদ্ধান্তে মেজাজ হারাতে দেখা যায় তাকে। এবার তার সেই মন্তব্য প্রকাশ্যে এসেছে।
বাংলাদেশ সময় শুক্রবার (১৫ নভেম্বর) ভোরে অনুষ্ঠিত ওই ম্যাচে ২-১ গোলে হারে আর্জেন্টিনা। ম্যাচের ৩৩তম মিনিটে একটি বাজে ফাউল করে হলুদ কার্ড দেখেন প্যারাগুয়ে ডিফেন্ডার ওমর আলদেরেতে। এর চার মিনিট পর আরও একটি বাজে ফাউল করে বসেন তিনি। এবার ফাউলের শিকার মেসি।
ফাউলের পর দ্বিতীয় হলুদ কার্ডের আবেদন নিয়ে রেফারির কাছে ছুটে যান মেসি। কিন্তু সেই আবেদনে সাড়া দেননি ব্রাজিলিয়ান রেফারি আন্দেরসন দারোঙ্কো। বিষয়টি নিয়ে মেজাজ হারান মেসি। বিরতির সময় নিকোলাস ওতামেন্ডিকে সঙ্গে নিয়ে মাঠেই রেফারির ওপর ক্ষোভ ঝাড়েন তিনি। সে সময় আঙুল তুলে কিছু একটা বলতে দেখা যায় আর্জেন্টাইন সুপারস্টারকে।
আরো পড়ুনঃ ট্রাম্পের আমলে পাকিস্তানকে দেখা হবে চীন-ভারতের চোখে
দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হলে দ্বিতীয়ার্ধের পুরোটা সময় একজন খেলোয়াড় কম নিয়ে খেলতে হতো প্যারাগুয়ের। ফলে ম্যাচটিতে হারের পরিবর্তের জয়ের সম্ভাবনা বেড়ে যেত আর্জেন্টিনার।
অস্ট্রেলিয়ার সরকারি সম্প্রচার সংস্থা এসবিএস স্পোর্টস ওই ঘটনার একটি ভিডিও প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, আপনি কাপুরুষ। আমি আপনাকে পছন্দ করি না- এমনই কিছু বলেছেন মেসি।
আটালান্টা ইউনাইটেডের কাছে টানা দুই ম্যাচ হেরে এমএলএস কাপ থেকে ছিটকে যাওয়ার পর মেজাজ খারাপ করেই আর্জেন্টিনা শিবিরে যোগ দেন মেসি। তাছাড়া প্যারাগুয়ে ম্যাচের আগে বিশ্বকাপ বাছাইয়ে সবশেষ তিন ম্যাচের দুটিতেই জয়বঞ্চিত ছিল বিশ্ব চ্যাম্পিয়নরা।
বাংলাদেশ সময় আগামী বুধবার (২০ নভেম্বর) ভোরে পেরুর বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামবে লিওনেল স্কালোনির শিষ্যরা।