০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবিতে মানববন্ধন

রিপোর্টার
  • সময় : ০৫:৩১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
  • / ৩৮ বার দেখেছে

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলায় গ্রেপ্তার আসামিদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন তাঁদের পরিবারের সদস্যরা। সুপ্রিম কোর্টের মাজার গেটসংলগ্ন এলাকায় অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রবেশপথের সামনে আজ রোববার সকালে মানববন্ধন করেন তাঁরা।

মানববন্ধনে আসামিদের পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্য গণমাধ্যমকর্মীদের দেওয়া হয়। এতে বলা হয়, বর্তমানে ট্রাইব্যুনালে ৩০টি মামলা বিচারাধীন। এই মামলাগুলোয় ১১৩ জন গ্রেপ্তার রয়েছেন। আরও ৫৪ জন বিচারাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। গত ১৫ জুন ট্রাইব্যুনালের চেয়ারম্যান অবসরে যাওয়ার পর অদ্যাবধি ট্রাইব্যুনাল পুনর্গঠিত না হওয়ায় আসামিরা বিনা বিচারে একের পর এক মৃত্যুবরণ করছেন। স্বৈরশাসক শেখ হাসিনা ও তাঁর দোসরদের প্রতিহিংসার শিকার বয়োবৃদ্ধ আসামিদের ফাঁসাতে আজ্ঞাবহ জজ ও প্রসিকিউটর নিয়োগ দিয়ে নিরীহ বয়োবৃদ্ধ আসামিদের প্রতি দিনের পর দিন অবিচার করে বিচারিক ‘আয়নাঘর’ বানিয়ে তিল তিল করে হত্যা করছে বলে অভিযোগ করা হয়।

আরও বলা হয়, বর্তমান বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারের কাছে আবেদন, যাতে ন্যায় বিচারক জজ নিয়োগ দিয়ে ট্রাইব্যুনাল পুনর্গঠন করে সুবিচারের মাধ্যমে আসামিদের মুক্তির জন্য জোর দাবি জানাচ্ছি।

ট্যাগ :

শেয়ার করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবিতে মানববন্ধন

সময় : ০৫:৩১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলায় গ্রেপ্তার আসামিদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন তাঁদের পরিবারের সদস্যরা। সুপ্রিম কোর্টের মাজার গেটসংলগ্ন এলাকায় অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রবেশপথের সামনে আজ রোববার সকালে মানববন্ধন করেন তাঁরা।

মানববন্ধনে আসামিদের পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্য গণমাধ্যমকর্মীদের দেওয়া হয়। এতে বলা হয়, বর্তমানে ট্রাইব্যুনালে ৩০টি মামলা বিচারাধীন। এই মামলাগুলোয় ১১৩ জন গ্রেপ্তার রয়েছেন। আরও ৫৪ জন বিচারাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। গত ১৫ জুন ট্রাইব্যুনালের চেয়ারম্যান অবসরে যাওয়ার পর অদ্যাবধি ট্রাইব্যুনাল পুনর্গঠিত না হওয়ায় আসামিরা বিনা বিচারে একের পর এক মৃত্যুবরণ করছেন। স্বৈরশাসক শেখ হাসিনা ও তাঁর দোসরদের প্রতিহিংসার শিকার বয়োবৃদ্ধ আসামিদের ফাঁসাতে আজ্ঞাবহ জজ ও প্রসিকিউটর নিয়োগ দিয়ে নিরীহ বয়োবৃদ্ধ আসামিদের প্রতি দিনের পর দিন অবিচার করে বিচারিক ‘আয়নাঘর’ বানিয়ে তিল তিল করে হত্যা করছে বলে অভিযোগ করা হয়।

আরও বলা হয়, বর্তমান বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারের কাছে আবেদন, যাতে ন্যায় বিচারক জজ নিয়োগ দিয়ে ট্রাইব্যুনাল পুনর্গঠন করে সুবিচারের মাধ্যমে আসামিদের মুক্তির জন্য জোর দাবি জানাচ্ছি।