ভ্রমণের জন্য বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় ঢাকা
- সময় : ০৭:১৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
- / ৬ বার দেখেছে
পর্যটকদের জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ ও সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহরের তালিকা প্রকাশ করেছে ফোর্বস অ্যাডভাইজার। মার্কিন সাময়িকী ফোর্বসের বিশেষায়িত বিভাগটির পর্যালোচনা অনুযায়ী, ভ্রমণের জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরটি হচ্ছে সিঙ্গাপুর। আর ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় প্রথমেই আছে ভেনেজুয়েলার কারাকাস। ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ষষ্ঠ।
ফোর্বসের এই র্যাঙ্কিংয়ে বিশ্বের মোট ৬০টি শহরকে রাখা হয়েছে। শহরগুলোর ভালো-মন্দ বিবেচনা করে র্যাঙ্কিং করা হয়েছে ১০০ স্কোরের মধ্যে। স্কোর যত বেশি শহরটি তত ঝুঁকিপূর্ণ, অন্যদিকে তা কম থাকলে সেটি তুলনামূলকভাবে নিরাপদ। যেমন সবচেয়ে নিরাপদ শহর হিসেবে সিঙ্গাপুরের স্কোর ১০০–র মধ্যে শূন্য, আবার ঝুঁকিপূর্ণ শহর হিসেবে কারাকাসের স্কোর ১০০–র মধ্যে ১০০। এদিকে ঢাকার স্কোর ৮৯ দশমিক ৫০।
ফোর্বস এই তালিকা তৈরিতে সাতটি গুরুত্বপূর্ণ দিক বিবেচনায় নিয়েছিল। যুক্তরাষ্ট্র সরকারের ভ্রমণ সতর্কবার্তাসহ অন্য বিষয়গুলো হলো শহরগুলোতে অপরাধপ্রবণতা, ব্যক্তিগত নিরাপত্তা, স্বাস্থ্যনিরাপত্তা, অবকাঠামো নিরাপত্তা ঝুঁকি (মানবসৃষ্ট ও প্রাকৃতিক দুর্যোগ) ও ডিজিটাল নিরাপত্তা।
তালিকা অনুযায়ী পর্যটকদের জন্য বিশ্বের ১০ শীর্ষ নিরাপদ শহর হলো যথাক্রমে সিঙ্গাপুর, জাপানের টোকিও, কানাডার টরন্টো, অস্ট্রেলিয়ার সিডনি, সুইজারল্যান্ডের জুরিখ, ডেনমার্কের কোপেনহেগেন, দক্ষিণ কোরিয়ার সিউল, জাপানের ওসাকা, অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও নেদারল্যান্ডসের আমস্টারডাম।
অন্যদিকে শীর্ষ ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় শীর্ষে রয়েছে যথাক্রমে ভেনেজুয়েলার কারাকাস, পাকিস্তানের করাচি, মিয়ানমারের ইয়াঙ্গুন, নাইজেরিয়ার লাগোস, ফিলিপাইনের ম্যানিলা, বাংলাদেশের ঢাকা, কলম্বিয়ার বোগোতা, মিসরের কায়রো, মেক্সিকোর মেক্সিকো সিটি, ইকুয়েডরের কিটো।