লিগের শুরুতে মলিন এমবাপ্পে
- সময় : ১০:৩২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
- / ৮ বার দেখেছে
কিছুদিন আগে স্প্যানিশ সুপার কাপে অভিষেক হয়েছে কিলিয়ান এমবাপ্পের। সেই ম্যাচে তিনি গোল করে দলকে শিরোপা জিতিয়েছেন। দারুণ এক অভিষেকের পর স্প্যানিশ লা লিগাতেও ভালো শুরুর আশা করেছিলেন ভক্তরা। তবে তা আর পারলেন না এই ফরাসি তারকা। গত রবিবার গভীর রাতে লা লিগায় নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচ ড্র করেছে রিয়াল মাদ্রিদ। মায়োর্কার মাঠে খেলতে গিয়েছিল লস ব্ল্যাঙ্কোসরা। ম্যাচের শুরু থেকেই দলে ছিলেন এমবাপ্পে। তবে ১-১ গোলের ড্রতেই সন্তুষ্ট থাকতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। ম্যাচের ১৩ মিনিটে রদ্রিগোর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে ৫৩ মিনিটে ভেদাত মুরিকির গোলে সমতায় ফেরে মায়োর্কা। এরপর আর কোনো দলই গোল করতে পারেনি। লা লিগায় গত মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। শিরোপা ধরে রাখার মিশনে নেমে শুরুটা ভালো হলো না তাদের। অন্যদিকে মায়োর্কা গত মৌসুমে ১৫ নম্বরে থেকে লিগ শেষ করে। এমন এক দলের কাছে পয়েন্ট হারিয়ে হতাশ রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনসেলত্তি। ম্যাচের পর তিনি বলেন, ‘আজ (রবিবার) আমি সন্তুষ্ট নই। আমার মনে হয় আমরা আরও ভালো করতে পারতাম। আমাদের আরও মনোযোগী হতে হবে। দল হিসেবে আরও ভালো কাজ করতে হবে। এটা ফিটনেসের সমস্যা নয়, মানসিক সমস্যা।’