নাজমুলদের টেস্ট মিশন শুরু কাল
- সময় : ১০:২৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
- / ৭ বার দেখেছে
দারুণ ছন্দে মাহামুদুল হাসান জয়। অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তান শাহিনসের বিপক্ষে জয়ী ম্যাচে ৬৫ ও ৬৯ রান করেছিলেন। ইসলামাবাদে পাকিস্তান ‘এ’র বিপক্ষে ৬৫ রান করেন। ওই ম্যাচেই কুঁচকিতে টান পড়ে তার। এরপর মাঠ থেকে ১০-১২ দিনের জন্য ছিটকে পড়েন। সেজন্য রাওয়ালপিন্ডিতে আগামীকাল প্রথম টেস্টে খেলার সুযোগ হচ্ছে না জয়ের। ফলে জাকির হাসানের সঙ্গে নতুন বলে ওপেন করবেন অন্য আরেক ক্রিকেটার। তবে দ্বিতীয় টেস্টে খেলতে পারেন। আগামীকাল টেস্ট ম্যাচ দিয়ে নাজমুল হোসেন শান্তদের পাকিস্তান মিশন শুরু হচ্ছে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট দুটির একই ভেন্যু, রাওয়ালপিন্ডি। ৩০ আগস্ট-৩ সেপ্টেম্বরের দ্বিতীয় টেস্টের ভেন্যু ছিল করাচি। কিন্তু স্টেডিয়াম সংস্কারের জন্য ক্রিকেটারদের শারীরিক সমস্যা হবে বলে রাওয়ালপিন্ডিতে স্থানান্তরিত করেছে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের। ম্যাচ দুটি খেলতে পুরোপুরি প্রস্তুত নাজমুল শান্তরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জন্য টেস্ট দুটির প্রস্তুতি ঘরের মাটিতে ঠিকমতো নিতে পারেননি টাইগার ক্রিকেটাররা। সেজন্য নির্ধারিত সময়ের একটু আগে লাহোর যান টাইগাররা। সেখানে তিন দিনের অনুশীলন করেন। এরপর রাওয়ালপিন্ডি চলে আসেন। রাওয়ালপিন্ডির প্রথম টেস্টে শুধু জয় নন, খেলবেন না ডান হাতি ফাস্ট বোলার তাসকিন আহমেদ। অনেক দিন পর টেস্ট খেলার সুযোগ পেয়েছেন তাসকিন। এজন্য তিনি ইসলামাবাদে দ্বিতীয় চার দিনের ম্যাচ খেলে প্রস্তুতি নেবেন। ইনজুরিতে পড়েছিলেন মুশফিকুর রহিম। সেজন্য প্রথম চার দিনের ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করেননি সাবেক অধিনায়ক। অবশ্য রাওয়ালপিন্ডি টেস্টে খেলবেন। অনুশীলন করছেন তিনি। ফিরেছেন স্পিন অলরাউন্ডার সাকিব আল হাসান। ফিটনেস পরীক্ষায় পাস করেননি বলে ছিটকে পড়েছেন পাকিস্তানের সিমিং অলরাউন্ডার আমের জামাল। ইনজুরিতে ভুগছেন তিনি। রাওয়ালপিন্ডির ঘাসের উইকেটে নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, সাকিব, মুমিনুল হক, মুশফিকদের জোর লড়াই করতে হবে পাকিস্তানের গতিশীল ফাস্ট বোলার শাহিন আফ্রিদি, নাসিম শাহদের বিরুদ্ধে।