বিদেশিদের নিয়েই পেশাদার লিগ
- সময় : ১০:৩৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
- / ৯ বার দেখেছে
এবার বিদেশি ফুটবলার ছাড়া পেশাদার ফুটবল লিগ মাঠে গড়াক দাবি তুলেছিলেন ফুটবলাররা। তাদের দাবি আর বাস্তবায়িত হচ্ছে না। বিদেশিদের নিয়েই দেশের ফুটবল লিগের সর্বোচ্চ আসর পেশাদার লিগ মাঠে গড়াবে। গতকাল লিগ কমিটির চেয়ারম্যান বাফফের সহসভাপতি ইমরুল হাসানের সভাপতিত্বে এক সভা হয়। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আসন্ন মৌসুমে স্বাধীনতা কাপ হচ্ছে না। সেই সঙ্গে নতুন উদ্যোগে সুপার কাপ মাঠে গড়ানোর কথা থাকলেও তা বাতিল হয়েছে। পেশাদার লিগ, ফেডারেশন কাপ ও নতুনভাবে আয়োজিত চ্যালেঞ্জ কাপ অনুষ্ঠিত হবে। এবার লিগে কয়টি দল খেলবে তা এখনো নিশ্চিত নয়। একমাত্র শেখ রাসেল ক্রীড়াচক্র আনুষ্ঠানিকভাবে বাফুফেকে জানিয়েছে তারা এবার ফুটবল মৌসুমে অংশ নেবে না। শেখ জামাল ধানমন্ডি ও চট্টগ্রাম আবাহনীরও না খেলার সম্ভাবনা রয়েছে। অবশ্য ইমরুল হাসান বলেছেন, না খেলার কথা শুধু শেখ রাসেলই জানিয়েছে।