০৬:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সুপার কাপ হচ্ছে না, লিগও পেছাচ্ছে

রিপোর্টার
  • সময় : ১০:২০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
  • / ৮ বার দেখেছে

এ মৌসুমে হচ্ছে না সুপার কাপপ্রথম আলো

এ মৌসুমে মাঠে ফেরার কথা ছিল সুপার কাপের। ২০০৯ সালে প্রথমবারের মতো আয়োজিত হয়েছিল ঘরোয়া এই টুর্নামেন্ট। কোটি টাকা প্রাইজ মানি হওয়ায় ফুটবলপ্রেমীদের মধ্যে দারুণ সাড়া ফেলেছিল টুর্নামেন্টটি। এরপর ২০১১ ও ২০১৩ সালে আরও দুটি আসর হয়ে এটি বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার কারণ হিসেবে বাফুফে বলেছিল পৃষ্ঠপোষক না থাকার কথা।

কিছু দিন ধরেই আলোচিত হচ্ছিল সুপার কাপ নিয়ে। এ মৌসুমে আবারও টুর্নামেন্টটি মাঠে গড়ানোর একটা পরিকল্পনা ছিল। তবে এবারও সুপার কাপ হচ্ছে না বলেই জানিয়ে দিয়েছে পেশাদার লিগ কমিটি। কারণ হিসেবে দেখিয়েছে ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতি’। আজ পেশাদার লিগ কমিটির সদস্যরা এর সভাপতি ইমরুল হাসানের সভাপতিত্বে একটি ভার্চ্যুয়াল সভায় বসেছিলেন। সেই সভাতেই সিদ্ধান্ত হয়েছে, আপাতত সুপার কাপ হবে না। ২০২৪–২৫ মৌসুমে প্রিমিয়ার লিগের পাশাপাশি হবে দুটি টুর্নামেন্ট। প্রথমবারের মতো হবে চ্যালেঞ্জ কাপ। এ ছাড়া থাকছে ফেডারেশন কাপ। প্রিমিয়ার লিগ কিছুদিন পিছিয়ে আয়োজন করার সিদ্ধান্ত হয়েছে। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা।

৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ক্রীড়াঙ্গনে অস্থিরতা চলছে। একই সঙ্গে বইছে পালা বদলের হাওয়াও। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে শেখ রাসেল ক্রীড়া চক্র বাফুফেকে পরশু চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে তারা এবারের মৌসুমে দল গঠন করবে না। অনিশ্চয়তার মধ্যে আছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং চট্টগ্রাম আবাহনীও। এমন অবস্থায় প্রায় শতাধিক ফুটবলারের দল না পাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এ কারণে দলবদলের আগের নিয়মে পরিবর্তন এনেছে লিগ কমিটি। আগে প্রতিটি দলের ৩৬ জন ফুটবলারকে নিবন্ধন করার নিয়ম থাকলেও এ মৌসুমে দলগুলো ৪০ জন খেলোয়াড়কে নিবন্ধন করাতে পারবে। দলবদলের তারিখও ২২ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

ট্যাগ :

শেয়ার করুন

সুপার কাপ হচ্ছে না, লিগও পেছাচ্ছে

সময় : ১০:২০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪

এ মৌসুমে হচ্ছে না সুপার কাপপ্রথম আলো

এ মৌসুমে মাঠে ফেরার কথা ছিল সুপার কাপের। ২০০৯ সালে প্রথমবারের মতো আয়োজিত হয়েছিল ঘরোয়া এই টুর্নামেন্ট। কোটি টাকা প্রাইজ মানি হওয়ায় ফুটবলপ্রেমীদের মধ্যে দারুণ সাড়া ফেলেছিল টুর্নামেন্টটি। এরপর ২০১১ ও ২০১৩ সালে আরও দুটি আসর হয়ে এটি বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার কারণ হিসেবে বাফুফে বলেছিল পৃষ্ঠপোষক না থাকার কথা।

কিছু দিন ধরেই আলোচিত হচ্ছিল সুপার কাপ নিয়ে। এ মৌসুমে আবারও টুর্নামেন্টটি মাঠে গড়ানোর একটা পরিকল্পনা ছিল। তবে এবারও সুপার কাপ হচ্ছে না বলেই জানিয়ে দিয়েছে পেশাদার লিগ কমিটি। কারণ হিসেবে দেখিয়েছে ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতি’। আজ পেশাদার লিগ কমিটির সদস্যরা এর সভাপতি ইমরুল হাসানের সভাপতিত্বে একটি ভার্চ্যুয়াল সভায় বসেছিলেন। সেই সভাতেই সিদ্ধান্ত হয়েছে, আপাতত সুপার কাপ হবে না। ২০২৪–২৫ মৌসুমে প্রিমিয়ার লিগের পাশাপাশি হবে দুটি টুর্নামেন্ট। প্রথমবারের মতো হবে চ্যালেঞ্জ কাপ। এ ছাড়া থাকছে ফেডারেশন কাপ। প্রিমিয়ার লিগ কিছুদিন পিছিয়ে আয়োজন করার সিদ্ধান্ত হয়েছে। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা।

৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ক্রীড়াঙ্গনে অস্থিরতা চলছে। একই সঙ্গে বইছে পালা বদলের হাওয়াও। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে শেখ রাসেল ক্রীড়া চক্র বাফুফেকে পরশু চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে তারা এবারের মৌসুমে দল গঠন করবে না। অনিশ্চয়তার মধ্যে আছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং চট্টগ্রাম আবাহনীও। এমন অবস্থায় প্রায় শতাধিক ফুটবলারের দল না পাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এ কারণে দলবদলের আগের নিয়মে পরিবর্তন এনেছে লিগ কমিটি। আগে প্রতিটি দলের ৩৬ জন ফুটবলারকে নিবন্ধন করার নিয়ম থাকলেও এ মৌসুমে দলগুলো ৪০ জন খেলোয়াড়কে নিবন্ধন করাতে পারবে। দলবদলের তারিখও ২২ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।