আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হলেন ঋষভ পান্ত। তাকে ২৭ কোটি টাকায় কিনে নিল সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়ান্টস।
চেন্নাই সুপার কিংস আর কলকাতা নাইট রাইডার্স পান্তকে কিনবে বলে গুঞ্জন থাকলেও তারা বিড করেনি পান্তের জন্য। তবে তাকে কিনতে ঝাঁপিয়ে পড়ে লখনউ।
আইপিএলের ইতিহাসে এর আগে সর্বোচ্চ ২৬.৭৫ কোটি রুপির রেকর্ড ছিল। সে হিসেবে পান্তকে ২৭ কোটি রুপিতে নেওয়া হয়েছে।
এদিকে, পান্ত লখনউয়ের অধিনায়ক হবেন কি না, তা নিয়ে দ্বন্দ আছে। কারণ নিলামের আগে আরও এক বাঁ-হাতি উইকেটকিপার নিকোলাস পুরানকে রিটেন করেছে লখনউ। তাদের মধ্যে থেকে যে কোনো একজন অধিনায়ক হতে পারেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
আরো পড়ুনঃ ব্যাটারিচালিত রিকশা চলাচলে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত
অপর অংশের অবশ্য ধারণা, পান্তের হাতেই সম্ভবত অধিনায়কত্ব দেওয়ার পথে হাঁটবে লখনউ।
পান্ত ছাড়াও এখন পর্যন্ত যাদের কিনলো লখনউ: নিকোলাস পুরান (২১ কোটি রুপি), রবি বিষ্ণোই (১১ কোটি রুপি), মায়াঙ্ক যাদব (১১ কোটি রুপি), মহসিন খান (চার কোটি রুপি), আয়ুষ বাদোনি (চার কোটি রুপি)।