আসলেই কি পুষ্পা ২ সিনেমায় আছেন ওয়ার্নার
- সময় : ০৬:২৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
- / ১৩ বার দেখেছে
সাধারণত ব্যাট-প্যাডে দেখা যায় অস্ট্রেলিয়ার সাবেক মারকুটে ওপেনার ডেভিড ওয়ার্নারকে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় পরনে সাদা ছাপার শার্ট, হাতে বন্দুক। যা দেখে ভক্তদের মনে প্রশ্ন জেগেছে—ওয়ার্নার কি তেলেগু তারকা আল্লু অর্জুনের পুষ্পা ২ সিনেমায় অভিনয় করছেন?
যদিও সোমবার (১৮ নভেম্বর) পুষ্পা ২ সিনেমার ট্রেইলার মুক্তি পেয়েছে। ২ মিনিট ৪৮ সেকেন্ডের এই ভিডিওতে ওয়ার্নারকে দেখা যায়নি। তবে সিনেমায় তার থাকা নিয়ে গুঞ্জন এখনও চলছে।
শুধু ভাইরাল হওয়া ছবির কারণে ওয়ার্নারকে নিয়ে এমন গুঞ্জন হচ্ছে না। তেলেগু ভাষাভাষীদের সঙ্গে এই অজি ব্যাটারের সম্পর্কটা বেশ পুরোনো। আইপিএলে ৭ মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ৯৫টি ম্যাচ খেলেছেন ওয়ার্নার।
আরো পড়ুনঃ বুয়েট ভর্তির আবেদন শুরু ৩০ নভেম্বর, পরীক্ষা দুই ধাপে
হায়দরাবাদের একমাত্র আইপিএল শিরোপা এসেছে এই ওয়ার্নারের হাত ধরে। বর্তমানে দল পরিবর্তন করলেও তিনি অনেকটা হায়দরাবাদের ঘরেরই ছেলে। ওয়ার্নার সেখানে এতটাই জনপ্রিয় যে নানা বিজ্ঞাপনে তাকে দেখা যায়। সম্প্রতি তেলেগু নির্মাতা এসএস রাজমৌলির সঙ্গে বিজ্ঞাপনেও অভিনয় করেছেন তিনি।
এছাড়া সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের সময়ে ভারতীয় অনেক সমর্থক ওয়ার্নারের ছবি দিয়ে পুষ্পা ২ এর পোস্টার বানিয়েছিলেন। এমনকি ফিল্ডিং করার সময় পুষ্পার শ্রীভাল্লি গানে নাচতেও দেখা গিয়েছিল ওয়ার্নারকে। সব মিলিয়ে পুষ্পা ২ সিনেমায় অভিনয় করার জন্য ওয়ার্নারের জন্য মঞ্চ অনেকটা প্রস্তুতই ছিল।
সাবেক অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও তেলেগু তারকা আল্লু অর্জুন।
এ দিকে ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, পুষ্পার কিছু অংশের শুটিং হয়েছে মেলবোর্নে। সেখানে দুই দল সন্ত্রাসীদের মারামারির একটি সিকোয়েন্সে ওয়ার্নার থাকতে পারেন। আর ভাইরাল হওয়া এই ছবিটিও এমন ইঙ্গিত দিচ্ছে। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই জানানো হয়নি। আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাবে পুষ্পা ২। তখনই অবসান ঘটবে সব জল্পনা-কল্পনার।