০২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতকে ঘায়েল করতে অস্ট্রেলিয়াকে টোটকা দিলেন ম্যাকগ্রা

রিপোর্টার
  • সময় : ০১:২৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
  • / ১৯ বার দেখেছে

সময়টা ভালো যাচ্ছে না ভারতীয় ক্রিকেট দলের। ঘরের মাঠে টেস্টে নিউজিল্যান্ডের কাছে ৩-০ তে হোয়াইটওয়াশ হয়েছে রোহিত শর্মার দল। এমন বাজে স্মৃতি নিয়ে বোর্ডার–গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার মোকাবিলা করবে ভারত। এই সিরিজে ভারতকে ‘মানসিকভাবে’ ঘায়েল করতে প্যাট কামিন্সের দলকে কিছু টোটকা দিয়েছেন সাবেক অজি পেসার গ্লেন ম্যাকগ্রা।

ভারতকে ঘায়েল করতে সবশেষ সিরিজে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের ঘটনা ব্যবহার করার পরামর্শ দিয়েছেন ম্যাকগ্রা। কিউইদের বিপক্ষে পুরো সিরিজে ব্যাট হাতে বাজে সময় পার করেছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। প্রথম টেস্টে ৭০ রানের ইনিংস খেলার পরও পুরো সিরিজে মোটে ৯৩ রান করেন কোহলি।

আরো পড়ুনঃ কোনো ব্যাংক বন্ধ হবে না: অর্থ উপদেষ্টা
অস্ট্রেলিয়ার সাবেক পেসার গ্লেন ম্যাকগ্রা।

কোহলির এমন বাজে ফর্মের কথা উল্লেখ করে ডেইলি টেলিগ্রাফের এক অনুষ্ঠানে ম্যাকগ্রা বলেন, ‘নিউজিল্যান্ড সিরিজে কোহলির রান নব্বইয়ের মতো, যদিও একটা ৭০ রানের ইনিংস আছে। এর মানে হচ্ছে সে বাজে সময়ের মধ্যে আছে। যে কারণে এখানে চাপে থাকবে। এখন অস্ট্রেলিয়া যদি প্রথম টেস্টেই ভালো বোলিং করে তাকে শুরুতে ফিরিয়ে দিতে পারে, পুরো সিরিজে এর প্রভাব পড়বে। প্রথম ম্যাচটা তাই গুরুত্বপূর্ণ।’

কোহলি বেশ আবেগপ্রবণ উল্লেখ করে সাবেক এই অজি পেসার বলেন, ‘অস্ট্রেলিয়ার বোলাররা যদি ওকে লক্ষ্যবস্তু বানায় আর সে–ও আবেগ দিয়ে লড়াই করতে শুরু করে, তাহলে কিছু কথা–কাটাকাটিও দেখা যেতে পারে। কে জানে, সে গর্জে উঠতেও পারে।’

সবশেষ সিরিজে কিউইদের কাছে হোয়াইটওয়াশ হওয়ার ঘটনাকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহারের পরামর্শ দিয়ে ম্যাকগ্রা বলেন, ‘ওরা যেহেতু নিউজিল্যান্ডের কাছে ৩–০ ব্যবধানে হেরে এসেছে, এটাকে গোলাবারুদের মতো ব্যাপকভাবে ব্যবহার করা যায়। ওদের ওপর চাপ তৈরি করো, দেখ ওরা চাপ নিতে পারে কি না।’

শেয়ার করুন

ভারতকে ঘায়েল করতে অস্ট্রেলিয়াকে টোটকা দিলেন ম্যাকগ্রা

সময় : ০১:২৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

সময়টা ভালো যাচ্ছে না ভারতীয় ক্রিকেট দলের। ঘরের মাঠে টেস্টে নিউজিল্যান্ডের কাছে ৩-০ তে হোয়াইটওয়াশ হয়েছে রোহিত শর্মার দল। এমন বাজে স্মৃতি নিয়ে বোর্ডার–গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার মোকাবিলা করবে ভারত। এই সিরিজে ভারতকে ‘মানসিকভাবে’ ঘায়েল করতে প্যাট কামিন্সের দলকে কিছু টোটকা দিয়েছেন সাবেক অজি পেসার গ্লেন ম্যাকগ্রা।

ভারতকে ঘায়েল করতে সবশেষ সিরিজে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের ঘটনা ব্যবহার করার পরামর্শ দিয়েছেন ম্যাকগ্রা। কিউইদের বিপক্ষে পুরো সিরিজে ব্যাট হাতে বাজে সময় পার করেছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। প্রথম টেস্টে ৭০ রানের ইনিংস খেলার পরও পুরো সিরিজে মোটে ৯৩ রান করেন কোহলি।

আরো পড়ুনঃ কোনো ব্যাংক বন্ধ হবে না: অর্থ উপদেষ্টা
অস্ট্রেলিয়ার সাবেক পেসার গ্লেন ম্যাকগ্রা।

কোহলির এমন বাজে ফর্মের কথা উল্লেখ করে ডেইলি টেলিগ্রাফের এক অনুষ্ঠানে ম্যাকগ্রা বলেন, ‘নিউজিল্যান্ড সিরিজে কোহলির রান নব্বইয়ের মতো, যদিও একটা ৭০ রানের ইনিংস আছে। এর মানে হচ্ছে সে বাজে সময়ের মধ্যে আছে। যে কারণে এখানে চাপে থাকবে। এখন অস্ট্রেলিয়া যদি প্রথম টেস্টেই ভালো বোলিং করে তাকে শুরুতে ফিরিয়ে দিতে পারে, পুরো সিরিজে এর প্রভাব পড়বে। প্রথম ম্যাচটা তাই গুরুত্বপূর্ণ।’

কোহলি বেশ আবেগপ্রবণ উল্লেখ করে সাবেক এই অজি পেসার বলেন, ‘অস্ট্রেলিয়ার বোলাররা যদি ওকে লক্ষ্যবস্তু বানায় আর সে–ও আবেগ দিয়ে লড়াই করতে শুরু করে, তাহলে কিছু কথা–কাটাকাটিও দেখা যেতে পারে। কে জানে, সে গর্জে উঠতেও পারে।’

সবশেষ সিরিজে কিউইদের কাছে হোয়াইটওয়াশ হওয়ার ঘটনাকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহারের পরামর্শ দিয়ে ম্যাকগ্রা বলেন, ‘ওরা যেহেতু নিউজিল্যান্ডের কাছে ৩–০ ব্যবধানে হেরে এসেছে, এটাকে গোলাবারুদের মতো ব্যাপকভাবে ব্যবহার করা যায়। ওদের ওপর চাপ তৈরি করো, দেখ ওরা চাপ নিতে পারে কি না।’