Site icon আপনার বার্তা

আমার টেস্ট ক্যারিয়ার আরও ভালো হতে পারতো: ইমরুল

বিদায়ের ঘোষণাটা আগেই দিয়েছিলেন ইমরুল কায়স। সোমবার (১৮ নভেম্বর) লাল বলের ক্রিকেটে থেকে নিলেন বিদায়। ইতি টানলেন ১৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারের। বিদায়ী ম্যাচে সতীর্থদের কাছ থেকে কয়েক দফায় ‘গার্ড অব অনার’ পেয়েছেন ইমরুল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পেয়েছেন সংবর্ধনা।

ইমরুলকে ধন্যবাদ জানিয়ে তার হাতে স্মারক তুলে দিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও নির্বাচক আব্দুর রাজ্জাক। তার আগে এনামুল হক বিজয় ও শেখ পারভেজ জীবনদের কাঁধে চড়ে মাঠ ছাড়েন ইমরুল। এমন বিদায়ে বেশ খুশি ইমরুল।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘২০০৬ সালে যখন আমার প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়, আমি চিন্তা করিনি যে বাংলাদেশ দলের হয়ে এতোগুলো টেস্ট খেলতে পারব। আর সব শেষে এখন যেভাবে বিদায় নিলাম, আমি খুব খুশি যে বাংলাদেশের হয়ে ৩৯টি টেস্ট ম্যাচ খেলতে পেরেছি। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।’

আরো পড়ুনঃ সৌদি আরবে কনসার্ট করতে যাচ্ছেন জেমস
ইমরুল আরও বলেন, ‘এক টেস্ট হোক, পঞ্চাশ টেস্ট বা একশো টেস্ট খেলেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করাই বড়। প্রায় ১০-১২ বছর দলের সঙ্গে থেকেছি, খেলেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে। এটা আমার জন্য অনেক গর্বের ছিল।’

 

নিজের টেস্ট ক্যারিয়ার আরও ভালো হতে পারতো বলে মনে করেন ইমরুল। তবে তা নিয়ে কোনো আক্ষেপ নেই তার। এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘আমি চেষ্টা করেছি ব্যাটিং করে হোক বা কিপিং করে হোক, দলের প্রয়োজনে অবদান রাখতে। আমার হয়তো আরও ভালো টেস্ট ক্যারিয়ার হতে পারতো। তবে যেটা হয়নি, সেটা নিয়ে এখন আর আফসোস মনে করি না। যা হয়েছে আলহামদুলিল্লাহ্‌।’

Exit mobile version