ক্রীড়াঙ্গনে দুর্নীতি হলে খতিয়ে দেখবে মন্ত্রণালয়
- সময় : ১২:২৩:৩২ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
- / ১৬ বার দেখেছে
অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষ্যে কেমন গেছে খেলাধুলার ১০০ দিন, সেটি নিয়ে গতকাল ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তুলে ধরেছেন তার সময়ের নানা কর্মকান্ডের কথা। সেই সঙ্গে তুলে ধরেছেন আগামীতে আরও কী কী কাজ করতে চান, একই সঙ্গে আক্ষেপের কথাও এড়িয়ে যাননি, জানিয়েছেন সংবাদমাধ্যমকে।
ক্রীড়া মন্ত্রণালয়ে দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, ‘একটি ভঙ্গুর অবস্থার মধ্যে দায়িত্ব নিয়েছি। আমরা জনগণের কাছে জবাবদিহিতা দিতে বাধ্য। গত ১০০ দিনে সরকারের আরও কিছু করার ছিলো। তবে তা হয় তো করা যায়নি। আগামী তিন মাসে এর দ্বিগুণ কাজ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।’
ক্রিকেট নিয়ে কথা বলতে গিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘বিসিবিতে রাজনীতিকরণ করা হয়েছিল। তা না হলে ক্রিকেট বোর্ডে পরিবর্তন হতো না। বোর্ড এখন জোড়াতালি দিয়ে চলছে। তবে নতুন পরিচালক নিয়োগের মাধ্যমে স্থবিরতা কাটানোর চেষ্টা চলছে। ক্রিকেট বোর্ডের সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের দেনাপাওনার বিষয় থাকলে সেটি আমরা আলাদাভাবে দেখব।’
আরো পড়ুনঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিয়ালের কামড়ে আহত ৩
জবাবদিহিতা নিশ্চিতে প্রতিবছর ফেডারেশনগুলো কার্যক্রমের তথ্য ও অডিট রিপোর্ট দিবে। কেউ দুর্নীতি করলে তা খতিয়ে দেখা হবে।’ ফেডারেশনগুলোর পুনর্গঠন প্রক্রিয়া নিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘বিভিন্ন কমিটি নিয়ে যে অভিযোগ আছে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেখানে স্থবিরতা আছে, সেখানে নতুন কমিটি করে সংকট সমাধানের চেষ্টা করা হচ্ছে।’
উপদেষ্টা বলেন, আমরা ফেডারেশনগুলোকে প্রতি বছরের হিসাব দিতে বলেছি। আপনারা (সাংবাদিকরা) ফেডারেশনগুলোকে এই বিষয়ে জিজ্ঞেস করতে পারেন। স্টেডিয়ামগুলো সরকারে অধীনে। তাই এর রক্ষণাবেক্ষণ ও সংস্কার আমাদের দায়িত্ব বলে মনে করি। আমরা বিভিন্ন ফেডারেশনের জবাবদিহিতা নিশ্চিত করছি। আমাদের জবাবদিহিতা জনগণের কাছে। কেমন কাজ করেছি, এটা জনগণ মূল্যায়ন করবে।’