Site icon আপনার বার্তা

পাকিস্তানকে আয়োজক রেখেই আইসিসির ভিডিও প্রকাশ

আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে আয়োজক দেশ পাকিস্তানে খেলতে যেতে চায় না ভারত। বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। অন্যদিকে পাকিস্তানেই টুর্নামেন্টটি আয়োজন করতে চায় দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই দুই দেশের চাপে পড়ে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট বাতিল করে আইসিসি।

এরই মধ্যে ভারতীয় গণমাধ্যম জানায়, পাকিস্তান থেকে সরে যেতে পারে চ্যাম্পিয়নস ট্রফি। তবে বুধবার (১৩ নভেম্বর) পাকিস্তানকে আয়োজক রেখেই একটি ভিডিও প্রকাশ করেছে আইসিসি। দেড় মিনিটের সেই ভিডিওটিতে অংশগ্রহণকারী দেশগুলোর পাশাপাশি আয়োজক পাকিস্তান এবং ক্রিকেটের ঐতিহ্যও ফুটে উঠে।

রাজনৈতিক বৈরিতার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ আছে ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজ। তবে বৈশ্বিক আসরে দেখা যায় এই দুই প্রতিবেশী দেশের লড়াই। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সবশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও ভারতের মাটিতে খেলেছে পাকিস্তান।

আরো পড়ুনঃ আরিচায় বিআইডব্লিউটিএয়ের ড্রেজার পাইপে আগুন

তবে পাকিস্তানে পা রাখেনি ভারতীয় ক্রিকেট দল। সবশেষ এশিয়া কাপেরও আয়োজক দেশ ছিল পাকিস্তান। সেবারও যায়নি ভারত। তাদের জন্য ‘হাইব্রিড’ মডেলে অনুষ্ঠিত হয়েছিল টুর্নামেন্টটি। ভারত তাদের সবগুলো ম্যাচ খেলেছিল শ্রীলঙ্কায়। কিন্তু সেটা ছিল এসিসি সূচি।

সে সময় থেকে গুঞ্জন চলছিল চ্যাম্পিয়নস ট্রফিতেও ভারতের না খেলতে যাওয়া নিয়ে। অনেকেরই ধারণা ছিল, আইসিসি সূচিতে অন্তত ভারত যাবে পাকিস্তানে। এমন অবস্থায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশগ্রহণের ব্যাপারে বিসিসিআইয়ের কাছে লিখিত জবাব চেয়েছিল পিসিবি।

আরো পড়ুনঃ বয়স ৩০ পেরোলে যেসব খাবার খাবেন না

পিসিবির চাওয়া অনুযায়ী ভারত লিখিত উত্তর দিয়ে দিয়েছে বলেও খবর। যেখানে আইসিসির পাশাপাশি পাকিস্তানকেও সাফ জানিয়ে দিয়েছে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাশের দেশে যাবেন না ভারত। মূলত ভারত সরকারের অনুমতি না পাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

এ দিকে ভারতের গণমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রকাশিত খবর অনুযায়ী, পিসিবিকে হাইব্রিড মডেল মেনে নিতে চাপ দিচ্ছে আইসিসি। আর হাইব্রিড মডেল না মানলে দক্ষিণ আফ্রিকায় চ্যাম্পিয়ন্স ট্রফি সরিয়ে নেওয়ার কথা বলছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

Exit mobile version