অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির শুভেচ্ছা
- সময় : ১০:০৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
- / ১৩ বার দেখেছে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং ১৬ উপদেষ্টাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি।
শনিবার (১০ আগস্ট) বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সেক্রেটারি জেনারেল ড. কাজী আনিস আহমেদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশের ক্লান্তিকালে শিক্ষার্থীদের অভূতপূর্ব ভূমিকা আমাদের বিশেষভাবে অভিভূত করেছে। কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট সহিংসতায় সব শহীদ শিক্ষার্থী ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা লাভ ও নিয়মিত শিক্ষা কার্যক্রমে ফিরে আসার প্রার্থনা করি।’
‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর পরিবার উচ্চশিক্ষার মাধ্যমে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে যথাযথ ভূমিকা পালনে প্রতিশ্রুতিবদ্ধ।’
‘বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি মনে করে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শিক্ষাবান্ধব ব্যক্তিত্ব অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং নবগঠিত উপদেষ্টা পরিষদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণে সহযোগিতার হাত প্রসারিত করবেন।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আমরা নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সার্বিক সাফল্য কামনা করি।’