১০:০৭ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

চিকিৎসক রবিউল হোসেনের ওপর হামলার বিচার দাবি

রিপোর্টার
  • সময় : ১০:০৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
  • / ১৩ বার দেখেছে

চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেনের ওপর হামলার তীব্র প্রতিবাদ, নিন্দা এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতি। সংগঠনের পক্ষ থেকে সভাপতি অধ্যাপক এ এইচ এম এনায়েত হোসেন ও মহাসচিব অধ্যাপক দীপক কুমার নাগ এ দাবি জানিয়েছেন।

প্রতিবাদলিপিতে বলা হয়, গত ৭ আগস্ট বিকালে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র পাহাড়তলীতে মো. ওয়াহিদ মালেকের নেতৃত্বে ক্যাম্পাসে একদল সন্ত্রাসী প্রবেশ করে। পরে তারা ডা. রবিউল হোসেনের বাসায় ঢুকে হুইলচেয়ার থেকে টেনে নামিয়ে শারীরিকভাবে হেনস্তা করে। এমনকি তার স্ত্রীর গায়ে হাত তোলে। হামলা চলাকালীন দুটি মোবাইল, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় তারা।

এ ছাড়া বিএনএসবির কার্যকরী কমিটির সদস্য রিয়াজ হোসেনের বাসায় হামলা চালায়। বাসায় অবস্থানরত তার স্ত্রী, শাশুড়িকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে এবং ছোট শিশুদের গায়ে হাত তোলে। সেখান থেকে চারটি মোবাইল, ল্যাপটপ, স্ত্রীর স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় তারা।

অধ্যাপক দীপক কুমার নাগ জানিয়েছেন, হামলার নেতৃত্ব দেওয়া ওয়াহিদ মালেক আওয়ামী লীগের নেতা এবং দৈনিক আজাদী পত্রিকার পরিচালনা সম্পাদক। হামলার বিচারের দাবিতে ৮ আগস্ট মানববন্ধন করেছেন চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক, ছাত্র-ছাত্রী এবং কর্মকর্তা-কর্মচারীরা।

ট্যাগ :

শেয়ার করুন

চিকিৎসক রবিউল হোসেনের ওপর হামলার বিচার দাবি

সময় : ১০:০৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪

চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেনের ওপর হামলার তীব্র প্রতিবাদ, নিন্দা এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতি। সংগঠনের পক্ষ থেকে সভাপতি অধ্যাপক এ এইচ এম এনায়েত হোসেন ও মহাসচিব অধ্যাপক দীপক কুমার নাগ এ দাবি জানিয়েছেন।

প্রতিবাদলিপিতে বলা হয়, গত ৭ আগস্ট বিকালে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র পাহাড়তলীতে মো. ওয়াহিদ মালেকের নেতৃত্বে ক্যাম্পাসে একদল সন্ত্রাসী প্রবেশ করে। পরে তারা ডা. রবিউল হোসেনের বাসায় ঢুকে হুইলচেয়ার থেকে টেনে নামিয়ে শারীরিকভাবে হেনস্তা করে। এমনকি তার স্ত্রীর গায়ে হাত তোলে। হামলা চলাকালীন দুটি মোবাইল, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় তারা।

এ ছাড়া বিএনএসবির কার্যকরী কমিটির সদস্য রিয়াজ হোসেনের বাসায় হামলা চালায়। বাসায় অবস্থানরত তার স্ত্রী, শাশুড়িকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে এবং ছোট শিশুদের গায়ে হাত তোলে। সেখান থেকে চারটি মোবাইল, ল্যাপটপ, স্ত্রীর স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় তারা।

অধ্যাপক দীপক কুমার নাগ জানিয়েছেন, হামলার নেতৃত্ব দেওয়া ওয়াহিদ মালেক আওয়ামী লীগের নেতা এবং দৈনিক আজাদী পত্রিকার পরিচালনা সম্পাদক। হামলার বিচারের দাবিতে ৮ আগস্ট মানববন্ধন করেছেন চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক, ছাত্র-ছাত্রী এবং কর্মকর্তা-কর্মচারীরা।