০৮:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন মারা গেছেন

রিপোর্টার
  • সময় : ১২:২৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • / ১৭ বার দেখেছে

সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন (৮৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এদিকে প্রয়াত বিচারপতির সম্মানে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আজ আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছেন। তবে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি ভবনের প্রশাসনিক কাজ চলবে।

রোববার (২৪ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়।

সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিউল আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিচারপতি রুহুল আমিন ছিলেন বাংলাদেশের ১৫তম প্রধান বিচারপতি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরো পড়ুনঃ জাতীয় জাতীয় সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ দুপুরে
তিনি আরও জানান, আগামী মঙ্গলবার (২৬ নভেম্বর) বাদ জোহর সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার কোর্ট ইয়ার্ডে সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিনের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা অংশ নেবেন।

সাবেক বিচারপতি রুহুল আমিনের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শোকবার্তায় তিনি মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন

সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন মারা গেছেন

সময় : ১২:২৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন (৮৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এদিকে প্রয়াত বিচারপতির সম্মানে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আজ আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছেন। তবে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি ভবনের প্রশাসনিক কাজ চলবে।

রোববার (২৪ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়।

সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিউল আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিচারপতি রুহুল আমিন ছিলেন বাংলাদেশের ১৫তম প্রধান বিচারপতি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরো পড়ুনঃ জাতীয় জাতীয় সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ দুপুরে
তিনি আরও জানান, আগামী মঙ্গলবার (২৬ নভেম্বর) বাদ জোহর সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার কোর্ট ইয়ার্ডে সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিনের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা অংশ নেবেন।

সাবেক বিচারপতি রুহুল আমিনের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শোকবার্তায় তিনি মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।