০৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

DIY Hair Oil: উধাও হবে বর্ষাকালে চুলের সব সমস্যা, তেলের সঙ্গে মিশিয়ে নিন এই ২ উপাদান

রিপোর্টার
  • সময় : ০৬:৪৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
  • / ৬ বার দেখেছে
বর্ষাকালে ভিড় বাড়ায় ত্বক ও চুলের নানা সমস্যা। এই মরশুমে বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকে বেশি। যা ভাইরাস, ব্যাকটেরিয়া সহ নানা জীবাণুর বংশবৃদ্ধির জন্য উপযুক্ত পরিবেশ। এর কারণে বর্ষাকালে স্ক্যাল্পে ফাঙ্গাল ও ব্যাকটেরিয়াল সংক্রমণ বাড়ে। দাপট বাড়ে খুশকিরও।

সংক্রমণের কারণে মাথা চুলকায় অনেকের। এদিকে এই অবস্থায় মাথায় চিরুণি বসালে মুঠো মুঠো চুলও উঠে আসে। আর দীর্ঘদিন এইভাবে হেয়ার ফল হলে শীঘ্রই মাথা জুড়ে টাক দেখা দেবে। এই সম্ভাবনা এড়াতে তাই দ্রুত হেয়ার কেয়ার রুটিনে নজর ফেরাতে হবে।

এই কাজে আপনাকে সাহায্য় করবে তেল মালিশই। এর গুণে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ে। ফলে পুষ্টি ও অক্সিজেন পৌঁছে যায় হেয়ার ফলিকলে। তাতেই মজবুত হয় চুলের গোড়া। সাধারণত সকলে নারকেল তেল দিয়েই মালিশ সেরে নেন। তবে এর সঙ্গে এক-দুটি উপাদান যোগ করলে ফলাফল চমকপ্রদ হতে পারে। আজ তারই হদিশ রইল এই নিবন্ধে।

​কালো জিরের অনেক গুণ

​কালো জিরের অনেক গুণ

একাধিক স্বাস্থ্য উপকারিতা রয়েছে কালো জিরের। তবে রূপচর্চাতেও কিন্তু মাত দিতে পারে রান্নাঘরের এই মশলা। কালো জিরেতে ভরে ভরে রয়েছে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন বি এবং সি। তাই কালো জিরের তেল দিয়ে মালিশ করলে চুলের গোড়াতেও এসব পুষ্টি পৌঁছে যাবে। ফলে স্ক্যাল্পের ইনফেকশন তো দূর হবেই। সঙ্গে কমবে চুল পড়ার সমস্যাও। টাকে নতুন চুল গজাবে এই তেলের ছোঁয়াতেই।

​সঙ্গী হোক কারি পাতাও​

​সঙ্গী হোক কারি পাতাও​

কারি পাতায় ভরে ভরে রয়েছে বিটা ক্যারোটিন। যা ভিটামিন এ-র উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদিকে এই ভিটামিন এবং কারি পাতায় থাকা অ্যামাইনো অ্যাসিড চুলের গোড়া মজবুত করে।

মৃত হেয়ার ফলিকল দূরে সরিয়ে নতুন চুল গজাতেও সাহায্য করে কারি পাতা। এদিকে স্ক্যাল্পকে এক্সফলিয়েট করে রক্ত সঞ্চালন বাড়ায় এই প্রাকৃতিক উপাদান। ফলে সব পুষ্টি পৌঁছে যায় হেয়ার ফলিকলে। তাতে চুলের গোড়া মজবুত হয়। এমনকী কারি পাতার গুণে চুল হয় রেশমের মতো।

​বানিয়ে নিন চটজলদি​

​বানিয়ে নিন চটজলদি​

এই হেয়ার অয়েল বানাতে তো লাগবে ১ কাপ কালো জিরে ও কারি পাতা। এছাড়া ১ কাপ হেয়ার অয়েল। এক্ষেত্রে নারকেল তেল, অলিভ অয়েল বা আমন্ড অয়েল নিতে পারেন।

  • প্রথমে খালি খোলায় কালো জিরে নেড়েচেড়ে নিন ২-৩ মিনিট। তারপর তা ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে ফেলুন।
  • এরপর প্যানের মধ্যে ১ কাপ নারকেল তেল বা অলিভ অয়েল গরম করতে দিন।
  • তাতে এক কাপ কারি পাতা দিয়ে নাড়তে থাকুন। এরপর কালো জিরের গুঁড়ো দিয়ে দিন।
  • খেয়াল রাখবেন তেল যাতে বেশি গরম না হয়। হালকা আঁচে ২০ মিনিট রাখুন। মাঝেমধ্যে একটু নেড়ে দিন।

​তৈরি আপনার হেয়ার অয়েল​

​তৈরি আপনার হেয়ার অয়েল​

২০ মিনিট পর গ্যাস বন্ধ করে দিন। এরপর তেল ঠান্ডা করে ছেঁকে নেওয়ার পালা। ছাঁকনি দিয়ে একটি কাচের শিশিতে এই তেল ঢেলে নিন। তারপর শিশির মুখ বন্ধ করে অন্ধকার, ঠান্ডা জায়গায় রেখে দিন।

স্ক্যাল্প ও চুলে ভালোভাবে এই তেল মালিশ করে নিন। তবে এই তেল ব্যবহারের আগে শিশি একবার ঝাঁকিয়ে নিতে ভুলবেন না যেন। সপ্তাহে অন্তত দু’ দিন এই তেল দিয়েই মালিশ করুন। তাতেই ফলাফল পাবেন হাতেনাতে।

​উপচে পড়ছে এই তেলের গুণ​

​উপচে পড়ছে এই তেলের গুণ​

কালো জিরে ও কারি পাতার এই তেলের গুণেই চুলের নানা সমস্যা উধাও হবে। যেমন কালো জিরের রয়েছে অ্যান্টিইনফ্লেমেটরি ধর্ম। তাই এর ছোঁয়াতেই স্ক্যাল্পের জ্বালাপোড়া, চুলকানি কমবে নিমেষে। খুশকি সহ স্ক্যাল্পের নানা সংক্রমণ দূর হবে। আর এসব সমস্যার নিষ্পত্তি হলে এমনিই টাকে চুল গজাবে তরতরিয়ে।

এদিকে অ্যান্টিঅক্সিডেন্টেরও হদিশ মেলে কালো জিরেতে। এর কারণে ফ্রি ব়্যাডিকেলের ক্ষতি এড়ানো সম্ভব হয়। স্ক্যাল্পের সামগ্রিক স্বাস্থ্যও থাকে ভালো। এদিকে কারি পাতার গুণে আপনার ঘন, কালো চুল হবে অল্পদিনে।

ট্যাগ :

শেয়ার করুন

DIY Hair Oil: উধাও হবে বর্ষাকালে চুলের সব সমস্যা, তেলের সঙ্গে মিশিয়ে নিন এই ২ উপাদান

সময় : ০৬:৪৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
বর্ষাকালে ভিড় বাড়ায় ত্বক ও চুলের নানা সমস্যা। এই মরশুমে বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকে বেশি। যা ভাইরাস, ব্যাকটেরিয়া সহ নানা জীবাণুর বংশবৃদ্ধির জন্য উপযুক্ত পরিবেশ। এর কারণে বর্ষাকালে স্ক্যাল্পে ফাঙ্গাল ও ব্যাকটেরিয়াল সংক্রমণ বাড়ে। দাপট বাড়ে খুশকিরও।

সংক্রমণের কারণে মাথা চুলকায় অনেকের। এদিকে এই অবস্থায় মাথায় চিরুণি বসালে মুঠো মুঠো চুলও উঠে আসে। আর দীর্ঘদিন এইভাবে হেয়ার ফল হলে শীঘ্রই মাথা জুড়ে টাক দেখা দেবে। এই সম্ভাবনা এড়াতে তাই দ্রুত হেয়ার কেয়ার রুটিনে নজর ফেরাতে হবে।

এই কাজে আপনাকে সাহায্য় করবে তেল মালিশই। এর গুণে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ে। ফলে পুষ্টি ও অক্সিজেন পৌঁছে যায় হেয়ার ফলিকলে। তাতেই মজবুত হয় চুলের গোড়া। সাধারণত সকলে নারকেল তেল দিয়েই মালিশ সেরে নেন। তবে এর সঙ্গে এক-দুটি উপাদান যোগ করলে ফলাফল চমকপ্রদ হতে পারে। আজ তারই হদিশ রইল এই নিবন্ধে।

​কালো জিরের অনেক গুণ

​কালো জিরের অনেক গুণ

একাধিক স্বাস্থ্য উপকারিতা রয়েছে কালো জিরের। তবে রূপচর্চাতেও কিন্তু মাত দিতে পারে রান্নাঘরের এই মশলা। কালো জিরেতে ভরে ভরে রয়েছে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন বি এবং সি। তাই কালো জিরের তেল দিয়ে মালিশ করলে চুলের গোড়াতেও এসব পুষ্টি পৌঁছে যাবে। ফলে স্ক্যাল্পের ইনফেকশন তো দূর হবেই। সঙ্গে কমবে চুল পড়ার সমস্যাও। টাকে নতুন চুল গজাবে এই তেলের ছোঁয়াতেই।

​সঙ্গী হোক কারি পাতাও​

​সঙ্গী হোক কারি পাতাও​

কারি পাতায় ভরে ভরে রয়েছে বিটা ক্যারোটিন। যা ভিটামিন এ-র উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদিকে এই ভিটামিন এবং কারি পাতায় থাকা অ্যামাইনো অ্যাসিড চুলের গোড়া মজবুত করে।

মৃত হেয়ার ফলিকল দূরে সরিয়ে নতুন চুল গজাতেও সাহায্য করে কারি পাতা। এদিকে স্ক্যাল্পকে এক্সফলিয়েট করে রক্ত সঞ্চালন বাড়ায় এই প্রাকৃতিক উপাদান। ফলে সব পুষ্টি পৌঁছে যায় হেয়ার ফলিকলে। তাতে চুলের গোড়া মজবুত হয়। এমনকী কারি পাতার গুণে চুল হয় রেশমের মতো।

​বানিয়ে নিন চটজলদি​

​বানিয়ে নিন চটজলদি​

এই হেয়ার অয়েল বানাতে তো লাগবে ১ কাপ কালো জিরে ও কারি পাতা। এছাড়া ১ কাপ হেয়ার অয়েল। এক্ষেত্রে নারকেল তেল, অলিভ অয়েল বা আমন্ড অয়েল নিতে পারেন।

  • প্রথমে খালি খোলায় কালো জিরে নেড়েচেড়ে নিন ২-৩ মিনিট। তারপর তা ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে ফেলুন।
  • এরপর প্যানের মধ্যে ১ কাপ নারকেল তেল বা অলিভ অয়েল গরম করতে দিন।
  • তাতে এক কাপ কারি পাতা দিয়ে নাড়তে থাকুন। এরপর কালো জিরের গুঁড়ো দিয়ে দিন।
  • খেয়াল রাখবেন তেল যাতে বেশি গরম না হয়। হালকা আঁচে ২০ মিনিট রাখুন। মাঝেমধ্যে একটু নেড়ে দিন।

​তৈরি আপনার হেয়ার অয়েল​

​তৈরি আপনার হেয়ার অয়েল​

২০ মিনিট পর গ্যাস বন্ধ করে দিন। এরপর তেল ঠান্ডা করে ছেঁকে নেওয়ার পালা। ছাঁকনি দিয়ে একটি কাচের শিশিতে এই তেল ঢেলে নিন। তারপর শিশির মুখ বন্ধ করে অন্ধকার, ঠান্ডা জায়গায় রেখে দিন।

স্ক্যাল্প ও চুলে ভালোভাবে এই তেল মালিশ করে নিন। তবে এই তেল ব্যবহারের আগে শিশি একবার ঝাঁকিয়ে নিতে ভুলবেন না যেন। সপ্তাহে অন্তত দু’ দিন এই তেল দিয়েই মালিশ করুন। তাতেই ফলাফল পাবেন হাতেনাতে।

​উপচে পড়ছে এই তেলের গুণ​

​উপচে পড়ছে এই তেলের গুণ​

কালো জিরে ও কারি পাতার এই তেলের গুণেই চুলের নানা সমস্যা উধাও হবে। যেমন কালো জিরের রয়েছে অ্যান্টিইনফ্লেমেটরি ধর্ম। তাই এর ছোঁয়াতেই স্ক্যাল্পের জ্বালাপোড়া, চুলকানি কমবে নিমেষে। খুশকি সহ স্ক্যাল্পের নানা সংক্রমণ দূর হবে। আর এসব সমস্যার নিষ্পত্তি হলে এমনিই টাকে চুল গজাবে তরতরিয়ে।

এদিকে অ্যান্টিঅক্সিডেন্টেরও হদিশ মেলে কালো জিরেতে। এর কারণে ফ্রি ব়্যাডিকেলের ক্ষতি এড়ানো সম্ভব হয়। স্ক্যাল্পের সামগ্রিক স্বাস্থ্যও থাকে ভালো। এদিকে কারি পাতার গুণে আপনার ঘন, কালো চুল হবে অল্পদিনে।