০১:২৬ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষক নিবন্ধনের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষার রোল ও তারিখ প্রকাশ

রিপোর্টার
  • সময় : ০১:২৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • / ১ বার দেখেছে

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধন তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষার শিডিউল প্রকাশ করেছে। আগামী ৫ ডিসেম্বর শুরু হচ্ছে পরীক্ষা।

এনটিআরসিএ তৃতীয় ধাপের (৫ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি) ভাইভা প্রার্থীদের রোল নম্বর ও বোর্ডের বিন্যাস প্রকাশ করেছে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে প্রথম শিফটে ও বেলা সাড়ে ১১টা থেকে দ্বিতীয় শিফটে ভাইভা অনুষ্ঠিত হবে।

এনটিআরসিএ জানিয়েছে, মৌখিক পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের প্রয়োজনীয় কিছু কাগজপত্র সঙ্গে আনতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস পাঠিয়ে ভাইভার তারিখের সময় ও স্থান জানিয়ে দেয়া হবে। ওই তারিখ অনুযায়ী প্রার্থীদের ভাইভা দিতে আসতে হবে।

মৌখিক পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সমর্থনে সব সনদ (সার্টিফিকেট), নম্বরপত্র (ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট), জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ ও লিখিত পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে নিয়ে আসতে হবে।

আরো পড়ুনঃ ঢাকায় আজও সড়ক অবরোধ করে রিকশাচালকদের বিক্ষোভ
এ কাগজপত্রগুলোর মূলকপি ও এক সেট ফটোকপি সঙ্গে নিয়ে প্রার্থীদের এনটিআরসিএ কার্যালয়ে আসতে হবে। এসএমএস অনুযায়ী প্রার্থীদের যথাসময়ে ভাইভার জন্য উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে এনটিআরসিএ।

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে আবেদন করা ১৮ লাখ ৬৫ হাজার প্রার্থীর মধ্যে উত্তীর্ণ হয়ে ৩ লাখ ৪৮ হাজার প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৮৩ হাজার ৮৬৫ জন।

শেয়ার করুন

শিক্ষক নিবন্ধনের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষার রোল ও তারিখ প্রকাশ

সময় : ০১:২৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধন তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষার শিডিউল প্রকাশ করেছে। আগামী ৫ ডিসেম্বর শুরু হচ্ছে পরীক্ষা।

এনটিআরসিএ তৃতীয় ধাপের (৫ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি) ভাইভা প্রার্থীদের রোল নম্বর ও বোর্ডের বিন্যাস প্রকাশ করেছে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে প্রথম শিফটে ও বেলা সাড়ে ১১টা থেকে দ্বিতীয় শিফটে ভাইভা অনুষ্ঠিত হবে।

এনটিআরসিএ জানিয়েছে, মৌখিক পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের প্রয়োজনীয় কিছু কাগজপত্র সঙ্গে আনতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস পাঠিয়ে ভাইভার তারিখের সময় ও স্থান জানিয়ে দেয়া হবে। ওই তারিখ অনুযায়ী প্রার্থীদের ভাইভা দিতে আসতে হবে।

মৌখিক পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সমর্থনে সব সনদ (সার্টিফিকেট), নম্বরপত্র (ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট), জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ ও লিখিত পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে নিয়ে আসতে হবে।

আরো পড়ুনঃ ঢাকায় আজও সড়ক অবরোধ করে রিকশাচালকদের বিক্ষোভ
এ কাগজপত্রগুলোর মূলকপি ও এক সেট ফটোকপি সঙ্গে নিয়ে প্রার্থীদের এনটিআরসিএ কার্যালয়ে আসতে হবে। এসএমএস অনুযায়ী প্রার্থীদের যথাসময়ে ভাইভার জন্য উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে এনটিআরসিএ।

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে আবেদন করা ১৮ লাখ ৬৫ হাজার প্রার্থীর মধ্যে উত্তীর্ণ হয়ে ৩ লাখ ৪৮ হাজার প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৮৩ হাজার ৮৬৫ জন।