Site icon আপনার বার্তা

ট্রাম্পের হুঁশিয়ারির পর সুর নরম মেক্সিকোর প্রেসিডেন্টের

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবম। বুধবার (২৭ নভেম্বর) অনুপ্রবেশ ইস্যু নিয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে বলে জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে।

ট্রাম্প জানিয়েছেন, মেক্সিকোর প্রেসিডেন্ট অনুপ্রবেশ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। আলোচনা সদর্থক হয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দিয়েছেন, আগামী দিনে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করার ক্ষেত্রে তিনি বিশেষ ব্যবস্থা নেবেন।

এছাড়া ট্রাম্প জানান, সীমান্ত বন্ধ করে দেওয়ার বিষয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। অনুপ্রবেশের পাশাপাশি মাদক নিয়েও আলোচনা হয়েছে দুই নেতার।

ট্রাম্প জানিয়েছেন, মেক্সিকোর সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে ড্রাগের রাস্তা কীভাবে বন্ধ করা যায়, সেই নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। সেই আলোচনার সূত্রেই যুক্তরাষ্ট্রে মাদক বিক্রির বাজার বন্ধ করার বিষয়েও আলোচনা হয়েছে।

আরো পড়ুনঃ সহজ ম্যাচ টাই করে সুপার ওভারে হারলো রংপুর
ট্রাম্পের মন্তব্যের পর ক্লডিয়াও নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি জানান, সীমান্ত বন্ধ করে দেওয়ার বিষয়ে ট্রাম্প যা বলেছেন, তা সত্য নয়। এমন কোনো প্রতিশ্রুতি তিনি দেননি।

তবে অনুপ্রবেশের পাশাপাশি মাদক নিয়ে যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, তা স্বীকার করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট।

সম্প্রতি ট্রাম্পের এক এক হুঁশিয়ার বার্তায় জানান, প্রেসিডেন্টের অফিসে বসেই তিনি কানাডা এবং মেক্সিকো থেকে রপ্তানি করা পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক বসাবেন। এরই পরিপ্রেক্ষিতে মেক্সিকোর প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হয় ট্রাম্পের।

তবে এই বিষয়ে দুই নেতা কোনো সমাধান সূত্রে পৌঁছাতে পেরেছেন কিনা, তা এখনো স্পষ্ট নয়। মেক্সিকোর অর্থমন্ত্রী মার্সেলো এব্রার জানিয়েছেন, ট্রাম্প যদি সত্যিই এই কাজ করেন, তা হলে অন্তত ৪০ হাজার মানুষ তাদের কাজ হারাবেন।

Exit mobile version