০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

উত্তাল পাকিস্তানে পুলিশের ২২ গাড়িতে আগুন, নিহত ৫

রিপোর্টার
  • সময় : ১২:০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • / ৫ বার দেখেছে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের ডাকা বিক্ষোভে যোগ দিতে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমেছে। তবে বিক্ষোভ ঠেকাতে কড়া ব্যবস্থা নিয়েছে পাকিস্তান সরকার ও প্রশাসন। এনিয়ে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এনিয়ে পুরো পাকিস্তানই উত্তাল।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত পিটিআইয়ের পাঁচ পার্লামেন্ট সদস্যসহ প্রায় চার হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভকারীদের হামলায় একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, কিছু দুর্বৃত্তকারী আধাসামরিক বাহিনী রেঞ্জার্স সদস্যদের উপর গাড়ি উঠিয়ে দিয়েছে। এতে অন্তত চারজন রেঞ্জার্স সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন রেঞ্জার্স সদস্য এবং দুইজন পুলিশ কর্মকর্তা।

আরো পড়ুনঃ ইসলামাবাদে ব্যাপক সংঘর্ষ, গ্রেপ্তার অন্তত ৪ হাজার
আল-জাজিরা বলছে, ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে গতকাল সোমবার ইসলামাবাদের উপকণ্ঠে পৌঁছে যায় পিটিআই নেতা-কর্মীদের গাড়িবহর। সেখানেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় তাদের সংঘর্ষ হয়। বিক্ষোভ ঠেকাতে একদিন আগে থেকেই ইসলামাবাদের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। দুইমাসের জন্য জারি করা হয়েছে ইসলামাবাদে ১৪৪ ধারা।

এছাড়া পাঞ্জাবেও তিনদিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেইসঙ্গে বিভিন্ন জায়গায় মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রাদেশিক পুলিশ প্রধান উসমান আনোয়ার বলেছেন, সোমবার একজন পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন ১১৯ জন এবং পুলিশের ২২টি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। দুইজন কর্মকর্তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

 

এদিকে পিটিআই জানিয়েছে, পুলিশের হামলায় তাদের অনেক কর্মী আহত হয়েছেন।

এর আগে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি বলেন, ইসলামাবাদের ‘রেড জোনে’ প্রবেশ করলে ইমরান খানের সমর্থকদের গ্রেপ্তার করা হবে। সরকারি ভবনের সুরক্ষায় ওই এলাকায় চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।

তবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর এসব বার্তা ও ১৪৪ ধারা উপেক্ষা করে ইসলামাবাদে প্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইমরান খানের হাজার হাজার সমর্থক-কর্মীরা।

শেয়ার করুন

উত্তাল পাকিস্তানে পুলিশের ২২ গাড়িতে আগুন, নিহত ৫

সময় : ১২:০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের ডাকা বিক্ষোভে যোগ দিতে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমেছে। তবে বিক্ষোভ ঠেকাতে কড়া ব্যবস্থা নিয়েছে পাকিস্তান সরকার ও প্রশাসন। এনিয়ে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এনিয়ে পুরো পাকিস্তানই উত্তাল।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত পিটিআইয়ের পাঁচ পার্লামেন্ট সদস্যসহ প্রায় চার হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভকারীদের হামলায় একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, কিছু দুর্বৃত্তকারী আধাসামরিক বাহিনী রেঞ্জার্স সদস্যদের উপর গাড়ি উঠিয়ে দিয়েছে। এতে অন্তত চারজন রেঞ্জার্স সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন রেঞ্জার্স সদস্য এবং দুইজন পুলিশ কর্মকর্তা।

আরো পড়ুনঃ ইসলামাবাদে ব্যাপক সংঘর্ষ, গ্রেপ্তার অন্তত ৪ হাজার
আল-জাজিরা বলছে, ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে গতকাল সোমবার ইসলামাবাদের উপকণ্ঠে পৌঁছে যায় পিটিআই নেতা-কর্মীদের গাড়িবহর। সেখানেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় তাদের সংঘর্ষ হয়। বিক্ষোভ ঠেকাতে একদিন আগে থেকেই ইসলামাবাদের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। দুইমাসের জন্য জারি করা হয়েছে ইসলামাবাদে ১৪৪ ধারা।

এছাড়া পাঞ্জাবেও তিনদিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেইসঙ্গে বিভিন্ন জায়গায় মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রাদেশিক পুলিশ প্রধান উসমান আনোয়ার বলেছেন, সোমবার একজন পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন ১১৯ জন এবং পুলিশের ২২টি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। দুইজন কর্মকর্তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

 

এদিকে পিটিআই জানিয়েছে, পুলিশের হামলায় তাদের অনেক কর্মী আহত হয়েছেন।

এর আগে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি বলেন, ইসলামাবাদের ‘রেড জোনে’ প্রবেশ করলে ইমরান খানের সমর্থকদের গ্রেপ্তার করা হবে। সরকারি ভবনের সুরক্ষায় ওই এলাকায় চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।

তবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর এসব বার্তা ও ১৪৪ ধারা উপেক্ষা করে ইসলামাবাদে প্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইমরান খানের হাজার হাজার সমর্থক-কর্মীরা।