Site icon আপনার বার্তা

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

হেগভিত্তিক আদালত হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দিয়াব ইব্রাহিম আল-মাসরির বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

গত বছরের ৭ অক্টোবর থেকে সংঘটিত নৃশংসতার অভিযোগে দেইফ ও ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

আদালতের এক বিবৃতিতে বলা হয়েছে, ৮ অক্টোবর ২০২৩ থেকে ২০ মে ২০২৪ পর্যন্ত মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের জন্য বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইয়োভ গ্যালান্ট নামে দু’জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আরো পড়ুনঃ বগুড়ায় আলুর বীজ না পেয়ে কৃষকদের মহাসড়ক অবরোধ
গাজায় চলমান ইসরায়েলি হামলা এবং হামাস কর্তৃক ইসরায়েলি বন্দিদের অব্যাহত আটকের কথা উল্লেখ করেছে আদালত।

বিবৃতিতে আরও বলা হয়, এটা বিশ্বাস করার ‘যুক্তিসঙ্গত ভিত্তি’ রয়েছে যে, গ্যালান্ট ও নেতানিয়াহু ‘ইচ্ছাকৃতভাবে এবং জেনেশুনে গাজার বেসামরিক জনগণকে তাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য বস্তু থেকে বঞ্চিত করেছেন।’ যেমন: খাদ্য, পানি, ওষুধ এবং চিকিৎসা সরবরাহ, পাশাপাশি জ্বালানি ও বিদ্যুৎ।

Exit mobile version