Site icon আপনার বার্তা

কোমায় ছিলেন খামেনি, তার সম্ভাব্য উত্তরসূরি কে?

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি গুরুতর অসুস্থ বলে গত অক্টোবর এক প্রতিবেদনে জানায় নিউ ইয়র্ক টাইমস। এরপরেই বিভিন্ন মিডিয়ার খবরে দাবি করা হয়েছে, খামেনি কোমায় ছিলেন। খবর এনডিটিভির।

একাধিক মিডিয়ায় দাবি করা হয়েছে, ৮৫ বছর বয়সী খামেনি কোমায় ছিলেন এবং তিনি এক গোপন বৈঠকে তার ৫৫ বছর বয়সী ছেলে মোজতবা খামেনিকে তার পদের জন্য মনোনীত করেছেন।

তবে অসুস্থতার খবরের মধ্যে গতকাল রোববার (১৭ নভেম্বর) খামেনির এক্স অ্যাকাউন্ট থেকে একটি ছবি প্রকাশ করা হয়েছে। ছবিতে খামেনির সঙ্গে লেবাননে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোজতবা আমানিকে দেখা গেছে।

আরো পড়ুনঃ ঈশ্বরদীতে যুবলীগকর্মীকে গুলি করে হত্যা

পোস্টে লেখা হয়েছে, ইসলামি বিপ্লবের নেতা আয়াতোল্লাহ খামেনি আজ দুপুরে লেবাননে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোজতবা আমানির সঙ্গে দেখা করেছেন।

গত সেপ্টেম্বরে লেবাননজুড়ে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণ ঘটায় ইসরায়েল। এতে অন্তত ৩৯ জন নিহত হয়। আহত হয়েছিল অন্তত তিন হাজার। তাদের মধ্যে আমানিও একজন।

বিবৃতিতে একজন কর্মকর্তা বলেছেন, আমানি তার স্বাস্থ্যের রিপোর্ট খামেনিকে জানিয়েছেন।

এদিকে ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনেও বলা হয়েছে, খামেনির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তিনজনকে নির্বাচিত করা হয়েছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন খামেনির ছেলে মোজতবা খামেনি।

Exit mobile version