ইসরায়েলি তাণ্ডবে বিপর্যস্ত লেবাননের হাসপাতালগুলো, ২০৮ স্বাস্থ্যকর্মীকে হত্যা
- সময় : ০৫:৪৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
- / ২৫ বার দেখেছে
ইসরায়েলি সামরিক বাহিনী বারবার লেবাননের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যকর্মীদের লক্ষ্যবস্তু করছে। ১৫ নভেম্বর পর্যন্ত ইসরায়েল কমপক্ষে ২০৮ জন স্বাস্থ্য খাতের কর্মীকে হত্যা করেছে। সেই সঙ্গে ৩১১ জন আহত হয়েছে। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় স্বাস্থ্য পরিষেবাগুলোতে কমপক্ষে ২৮৬টি ইসরায়েলি হামলা রেকর্ড করেছে। এর মধ্যে হাসপাতালগুলোতে ৬৬টি এবং জরুরি চিকিৎসা পরিষেবাগুলোতে ২২০টি হামলা হয়েছে।
ফলস্বরূপ প্রায় ৪০টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে, ৮টি হাসপাতাল অকেজো হয়ে পড়েছে এবং ২৪৯টি জরুরি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এটিকে মানবাধিকার সংস্থাগুলো সম্ভাব্য যুদ্ধাপরাধ বলে মনে করে।
আরো পড়ুনঃঅক্টোবরে ৪০৫ সড়ক দুর্ঘটনায় নিহত ৩৭৭
গত বৃহস্পতিবার লেবাননের পূর্বাঞ্চলীয় বালবেক অঞ্চলের একটি বেসামরিক প্রতিরক্ষা কেন্দ্রে বিমান হামলায় অন্তত ১২ চিকিৎসক নিহত হন। এই হামলার ফলে চিকিৎসা সুবিধাগুলো বন্ধ করতে বাধ্য হচ্ছে। যদিও আগে থেকেই লেবাননের বেসরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থা অর্থনৈতিক সঙ্কটের কারণে মারাত্মক সংকটে ভুগছিল।
স্বল্প কর্মী এবং স্বল্প বেডের স্বাস্থ্যব্যবস্থা অভাবীদের জন্যও পরিষেবা বজায় রাখতে লড়াই করে যাচ্ছে। এর মধ্যী আবার প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জাম সরবরাহ কম। বলা যায়, স্বাস্থ্যকর্মীরা ক্লান্তর সঙ্গে লড়াই করছেন।
গত অক্টোবরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে ইসরায়েল কমপক্ষে ৩ হাজার ৪৫২ জনকে হত্যা করেছে। মোট আহত হয়েছেন ১৪ হাজার ৬৬৪ জনেরও বেশি।