০৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাম্পের জয়ে ‘স্বপ্ন দেখছেন’ ইমরান খানের সমর্থকরা

রিপোর্টার
  • সময় : ০১:৩২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • / ৩৫ বার দেখেছে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান জেল থেকে চূড়ান্ত আন্দোলনের ডাক দিয়েছেন। ইমরান খান তার সমর্থকদের আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদ অভিমুখে পদযাত্রার আহ্বান জানিয়েছেন। খবর দ্য নেশনের।

এদিকে পাকিস্তানের ‘দ্য ডন’ এবং ‘দ্য প্রিন্ট’ জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়লাভের পর ইমরান খানের পিটিআই-এর সমর্থকদের মধ্যে আশার আলো জেগে ওঠেছে।

পিটিআই নেতা সৈয়দ জুলফি বুখারি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি রিপাবলিকান পার্টি, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা এবং জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে ইমরান খানের ওপর দমন-পীডন নিয়ে আলোচনা করবো।

তিনি বলেন, ইমরানের প্রতি ট্রাম্পের ‘সফট কর্নার’ রয়েছে। ট্রাম্প ইমরানের কারাবাস নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন।

আরো পড়ুনঃ বাংলাদেশকে লজ্জা দিলো মালদ্বীপ
এর আগে ট্রাম্পের জয়ের পর ইমরান খানের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেল থেকে একটি অভিনন্দন বার্তা পোস্ট করা হয়েছিল। পোস্টে ট্রাম্পকে ইমরানের ‘খুব ভালো বন্ধু’ হিসেবে উল্লেখ করা হয়।

পোস্টে লেখা ছিল, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় আমার ও পিটিআই’র পক্ষ থেকে ট্রাম্পকে প্রাণঢালা অভিনন্দন। সমস্ত প্রতিকুলতার বিরুদ্ধে মার্কিন জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে।

এদিকে জিও নিউজের বৃহস্পতিবারের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের চূড়ান্ত আন্দোলনের ডাকে পিটিআই-এর বেশ কয়েকজন নেতা নাখোশ। তারা এনিয়ে ইতোমধ্যে ইমরানের বোন আলীমা খান এবং তার আইনজীবীর সঙ্গে আলোচনা করেছেন।

সূত্র জানিয়েছে, ইমরান খান যেন আপাতত চূড়ান্ত আন্দোলনের ডাক থেকে পিছু হটে তাই বৈঠকে আলোচনা হয়েছে।

শেয়ার করুন

ট্রাম্পের জয়ে ‘স্বপ্ন দেখছেন’ ইমরান খানের সমর্থকরা

সময় : ০১:৩২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান জেল থেকে চূড়ান্ত আন্দোলনের ডাক দিয়েছেন। ইমরান খান তার সমর্থকদের আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদ অভিমুখে পদযাত্রার আহ্বান জানিয়েছেন। খবর দ্য নেশনের।

এদিকে পাকিস্তানের ‘দ্য ডন’ এবং ‘দ্য প্রিন্ট’ জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়লাভের পর ইমরান খানের পিটিআই-এর সমর্থকদের মধ্যে আশার আলো জেগে ওঠেছে।

পিটিআই নেতা সৈয়দ জুলফি বুখারি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি রিপাবলিকান পার্টি, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা এবং জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে ইমরান খানের ওপর দমন-পীডন নিয়ে আলোচনা করবো।

তিনি বলেন, ইমরানের প্রতি ট্রাম্পের ‘সফট কর্নার’ রয়েছে। ট্রাম্প ইমরানের কারাবাস নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন।

আরো পড়ুনঃ বাংলাদেশকে লজ্জা দিলো মালদ্বীপ
এর আগে ট্রাম্পের জয়ের পর ইমরান খানের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেল থেকে একটি অভিনন্দন বার্তা পোস্ট করা হয়েছিল। পোস্টে ট্রাম্পকে ইমরানের ‘খুব ভালো বন্ধু’ হিসেবে উল্লেখ করা হয়।

পোস্টে লেখা ছিল, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় আমার ও পিটিআই’র পক্ষ থেকে ট্রাম্পকে প্রাণঢালা অভিনন্দন। সমস্ত প্রতিকুলতার বিরুদ্ধে মার্কিন জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে।

এদিকে জিও নিউজের বৃহস্পতিবারের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের চূড়ান্ত আন্দোলনের ডাকে পিটিআই-এর বেশ কয়েকজন নেতা নাখোশ। তারা এনিয়ে ইতোমধ্যে ইমরানের বোন আলীমা খান এবং তার আইনজীবীর সঙ্গে আলোচনা করেছেন।

সূত্র জানিয়েছে, ইমরান খান যেন আপাতত চূড়ান্ত আন্দোলনের ডাক থেকে পিছু হটে তাই বৈঠকে আলোচনা হয়েছে।