১২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বুয়েটের উপাচার্য নিজের শেষ কর্মদিবসে অবরুদ্ধ

রিপোর্টার
  • সময় : ০৮:০৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
  • / ১৮ বার দেখেছে

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য সত্যপ্রসাদ মজুমদারকে অবরুদ্ধ করলেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। পদোন্নতির নীতিমালা ইস্যুতে উপাচার্য হিসেবে শেষ কর্মদিবসে সত্যপ্রসাদ মজুমদারকে এ পরিস্থিতির মুখোমুখি হতে হলো।

বুয়েট ক্যাম্পাসে সত্যপ্রসাদ মজুমদারের কার্যালয়ে আজ সোমবার বিকেলে তাঁকে অবরুদ্ধ করেন কর্মকর্তা-কর্মচারীরা। ২০১৯ সালে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর তৎকালীন উপাচার্য সাইফুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছিলেন সত্যপ্রসাদ মজুমদার।

বুয়েটের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘কর্মকর্তা-কর্মচারীদের ২০১৫ সালের পদোন্নতির নীতিমালা বাতিল করা হয়েছে বলে তাঁরা খবর পেয়েছেন। এর প্রতিবাদে ও পুরোনো নীতিমালা বহালের দাবিতে তাঁরা উপাচার্যকে অবরুদ্ধ করেছেন। উপাচার্য যেন আলোচনার মাধ্যমে পুরোনো নীতিমালা বহাল করেন, সেটাই আমাদের চাওয়া।’

এ বিষয়ে জানতে বুয়েটের উপাচার্যের মুঠোফোনে একাধিক কল করেও সাড়া পাওয়া যায়নি। বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক মোহাম্মদ আল আমিন সিদ্দিক রাতে প্রথম আলোকে বলেন, তিনি ক্যাম্পাসের বাইরে থাকায় এ বিষয়ে কিছু বলতে পারছেন না।

ট্যাগ :

শেয়ার করুন

বুয়েটের উপাচার্য নিজের শেষ কর্মদিবসে অবরুদ্ধ

সময় : ০৮:০৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য সত্যপ্রসাদ মজুমদারকে অবরুদ্ধ করলেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। পদোন্নতির নীতিমালা ইস্যুতে উপাচার্য হিসেবে শেষ কর্মদিবসে সত্যপ্রসাদ মজুমদারকে এ পরিস্থিতির মুখোমুখি হতে হলো।

বুয়েট ক্যাম্পাসে সত্যপ্রসাদ মজুমদারের কার্যালয়ে আজ সোমবার বিকেলে তাঁকে অবরুদ্ধ করেন কর্মকর্তা-কর্মচারীরা। ২০১৯ সালে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর তৎকালীন উপাচার্য সাইফুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছিলেন সত্যপ্রসাদ মজুমদার।

বুয়েটের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘কর্মকর্তা-কর্মচারীদের ২০১৫ সালের পদোন্নতির নীতিমালা বাতিল করা হয়েছে বলে তাঁরা খবর পেয়েছেন। এর প্রতিবাদে ও পুরোনো নীতিমালা বহালের দাবিতে তাঁরা উপাচার্যকে অবরুদ্ধ করেছেন। উপাচার্য যেন আলোচনার মাধ্যমে পুরোনো নীতিমালা বহাল করেন, সেটাই আমাদের চাওয়া।’

এ বিষয়ে জানতে বুয়েটের উপাচার্যের মুঠোফোনে একাধিক কল করেও সাড়া পাওয়া যায়নি। বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক মোহাম্মদ আল আমিন সিদ্দিক রাতে প্রথম আলোকে বলেন, তিনি ক্যাম্পাসের বাইরে থাকায় এ বিষয়ে কিছু বলতে পারছেন না।