১১:১২ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

লাউয়াছড়া উদ্যানে টিলা ধ্ব স; সকাল থেকে যান চলাচল বন্ধ

রিপোর্টার
  • সময় : ১২:২৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
  • / ২২ বার দেখেছে

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দু’দিনের টানা বর্ষনে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে টিলা ধ্বসে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে সকাল ৮ টা থেকে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
মঙ্গলবার ভোরে ভারী বৃষ্টির ফলে জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সকাল থেকে সড়কের দু’পাশে কয়েক শতাধিক যানবাহন আটকা রয়েছে.

খোঁজ নিয়ে জানা যায়, রাতে টিলা ধ্বসে লাউয়াছড়া উদ্যানের কয়েকটি বড় গাছ ও বাঁশঝাড়ের শেকড় মাটি উপড়ে সড়কে পড়ে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়ক বন্ধ হয়ে যাওয়ায় বনের ভেতর গাড়ি থামিয়ে দীর্ঘ সময় যাত্রীদের বসে থাকতে হয়। এ সময় রাস্তার দু’পাশে কয়েক শতাধিক যানবাহন আটকা পড়েছে।

শ্রীমঙ্গল-কুলাউড়া বাস সমিতির ম্যানেজার জুলহাস আহমদ বলেন, লাউয়াছড়া টিলা ধ্বসে পড়ায় সকাল ৮ঘটিকা থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।

সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ও সেনাবাহিনীর সদস্য রুমান আহমেদ বলেন, ছুটিতে চট্রগ্রাম থেকে বাড়িতে যাচ্ছি রাত ২টার দিকে। আমার বাসা কমলগঞ্জে। রাত প্রায় ২টার দিকে সিএনজি করে বাসায় যাওয়ার সময় দেখি পাহাড় ধসে বাঁশঝাড় ও গাছের গুড়ি উপড়ে পড়ে আছে। পরে সেখান থেকে পায়ে হেঁটে কমলগঞ্জ আসতে হয়েছে।’

 

এ ব্যাপারে লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, ভোর রাতে ভারী বৃষ্টির ফলে টিলার উপরের বড় একটি বাঁশঝাড় সড়কে উপড়ে পড়ে। এতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সকালে কিছু বাঁশ কেটে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল চলাচলের উপযোগী করা হয়েছে। তবে বড় ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। সড়ক বিভাগ বড় বাঁশঝাড়টি সরানোর পর যান চলাচল স্বাভাবিক হবে। দুপুর ২ঘটিকা পর্যন্ত এ রিপোর্ট লেখা পর্যন্ত বড় ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

ট্যাগ :

শেয়ার করুন

লাউয়াছড়া উদ্যানে টিলা ধ্ব স; সকাল থেকে যান চলাচল বন্ধ

সময় : ১২:২৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দু’দিনের টানা বর্ষনে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে টিলা ধ্বসে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে সকাল ৮ টা থেকে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
মঙ্গলবার ভোরে ভারী বৃষ্টির ফলে জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সকাল থেকে সড়কের দু’পাশে কয়েক শতাধিক যানবাহন আটকা রয়েছে.

খোঁজ নিয়ে জানা যায়, রাতে টিলা ধ্বসে লাউয়াছড়া উদ্যানের কয়েকটি বড় গাছ ও বাঁশঝাড়ের শেকড় মাটি উপড়ে সড়কে পড়ে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়ক বন্ধ হয়ে যাওয়ায় বনের ভেতর গাড়ি থামিয়ে দীর্ঘ সময় যাত্রীদের বসে থাকতে হয়। এ সময় রাস্তার দু’পাশে কয়েক শতাধিক যানবাহন আটকা পড়েছে।

শ্রীমঙ্গল-কুলাউড়া বাস সমিতির ম্যানেজার জুলহাস আহমদ বলেন, লাউয়াছড়া টিলা ধ্বসে পড়ায় সকাল ৮ঘটিকা থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।

সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ও সেনাবাহিনীর সদস্য রুমান আহমেদ বলেন, ছুটিতে চট্রগ্রাম থেকে বাড়িতে যাচ্ছি রাত ২টার দিকে। আমার বাসা কমলগঞ্জে। রাত প্রায় ২টার দিকে সিএনজি করে বাসায় যাওয়ার সময় দেখি পাহাড় ধসে বাঁশঝাড় ও গাছের গুড়ি উপড়ে পড়ে আছে। পরে সেখান থেকে পায়ে হেঁটে কমলগঞ্জ আসতে হয়েছে।’

 

এ ব্যাপারে লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, ভোর রাতে ভারী বৃষ্টির ফলে টিলার উপরের বড় একটি বাঁশঝাড় সড়কে উপড়ে পড়ে। এতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সকালে কিছু বাঁশ কেটে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল চলাচলের উপযোগী করা হয়েছে। তবে বড় ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। সড়ক বিভাগ বড় বাঁশঝাড়টি সরানোর পর যান চলাচল স্বাভাবিক হবে। দুপুর ২ঘটিকা পর্যন্ত এ রিপোর্ট লেখা পর্যন্ত বড় ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।