১২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ময়মনসিংহ সিটি মেয়র ও সাবেক সংসদ সদস্যকে গ্রেপ্তার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

রিপোর্টার
  • সময় : ১১:১৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
  • / ১৭ বার দেখেছে

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘাত ও সংঘর্ষে পাঁচজনের মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিটি মেয়র ইকরামুল হক (টিটু) ও সদ্য সাবেক সংসদ সদস্য মোহিত উর রহমানসহ অন্যদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। আজ রোববার দুপুরে ময়মনসিংহ নগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীরা আজ দুপুর সাড়ে ১২টার দিকে মিছিল নিয়ে ময়মনসিংহ সিটি করপোরেশন কার্যালয়ে যান। এ সময় সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক কার্যালয়ে ছিলেন না। পরে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর কাছে গিয়ে ক্ষোভ প্রকাশ করে তাঁদের গ্রেপ্তারের দাবি জানান শিক্ষার্থীরা। সেই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্র বাদী হয়ে আওয়ামী লীগ নেতাদের নামে মামলা করে আসামিদের গ্রেপ্তারের দাবি করেন তাঁরা। পরে তাঁরা মিছিল নিয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে দাবির কথা তুলে ধরেন।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ ও ২০ জুলাই সংঘাত ও সহিংসতার ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে এক শিক্ষার্থী আছেন। এসব ঘটনায় ময়মনসিংহ সদর আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র ইকরামুল হকসহ আওয়ামী লীগের নেতা–কর্মীরা জড়িত। তাঁরা কেন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ও শিক্ষার্থীরা।

ট্যাগ :

শেয়ার করুন

ময়মনসিংহ সিটি মেয়র ও সাবেক সংসদ সদস্যকে গ্রেপ্তার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

সময় : ১১:১৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘাত ও সংঘর্ষে পাঁচজনের মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিটি মেয়র ইকরামুল হক (টিটু) ও সদ্য সাবেক সংসদ সদস্য মোহিত উর রহমানসহ অন্যদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। আজ রোববার দুপুরে ময়মনসিংহ নগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীরা আজ দুপুর সাড়ে ১২টার দিকে মিছিল নিয়ে ময়মনসিংহ সিটি করপোরেশন কার্যালয়ে যান। এ সময় সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক কার্যালয়ে ছিলেন না। পরে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর কাছে গিয়ে ক্ষোভ প্রকাশ করে তাঁদের গ্রেপ্তারের দাবি জানান শিক্ষার্থীরা। সেই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্র বাদী হয়ে আওয়ামী লীগ নেতাদের নামে মামলা করে আসামিদের গ্রেপ্তারের দাবি করেন তাঁরা। পরে তাঁরা মিছিল নিয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে দাবির কথা তুলে ধরেন।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ ও ২০ জুলাই সংঘাত ও সহিংসতার ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে এক শিক্ষার্থী আছেন। এসব ঘটনায় ময়মনসিংহ সদর আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র ইকরামুল হকসহ আওয়ামী লীগের নেতা–কর্মীরা জড়িত। তাঁরা কেন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ও শিক্ষার্থীরা।