বরিশালে সাবেক এমপিসহ বিএনপির ১১ জনের নামে মামলা
- সময় : ১০:৫৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
- / ৭ বার দেখেছে
হামলা-ভাঙচুরের অভিযোগে বরিশালে বিএনপির সাবেক এমপি বিলকিস জাহান শিরিনসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে মামলা ও থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
মামলা তদন্ত করে প্রতিবেদন দিতে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া থানায় হওয়া অভিযোগের তদন্ত চলছে বলে জানিয়েছেন ওসি মোস্তাফিজুর রহমান।
অভিযোগ রয়েছে নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডে ৫ আগস্ট রাতে প্রায় ১০ কোটি টাকা মূল্যের একটি পুকুর ভরাট করে দখলের চেষ্টা চালান বিলকিস জাহান শিরিন ও তার পরিবার।
এ নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ হলে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে থাকা তার দলীয় পদ স্থগিত এবং রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিষিদ্ধ করে বিএনপি। এতে ক্ষিপ্ত হয়ে কয়েকজন প্রতিবেশীর ওপর চড়াও হন শিরিনসহ তার লোকজন। তাদের বাড়িঘর ভাঙচুর করেন এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেন।
খবর পেয়ে স্থানীয় ক্যাম্পের সেনা সদস্যরা সেখানে পৌঁছলে পালিয়ে যান হামলাকারীরা। সেনা সদস্যদের কাছে নিরাপত্তার সংকটে থাকার কথা জানান স্থানীয়রা। এরই মধ্যে পুরো ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
এ ঘটনায় শিরিন ও ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কামরুল আহসান রতনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দেন ব্রাউন কম্পাউন্ড এলাকার বাসিন্দা ডা. হুমায়ুন কবিরের ছেলে আশরাফুল আলম খোকন।
লিখিত অভিযোগে তিনি বলেন, ১৩ আগস্ট শিরিন ও রতন লোকজন নিয়ে তাদের বাসায় গিয়ে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেন। বর্তমানে পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে
ওসি মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সত্যতা পাওয়া গেলে মামলা হবে।
অভিযোগের বিষয়ে কামরুল আহসান রতন বলেন, হামলা-ভাঙচুর বা প্রাণনাশের হুমকি দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। আমরা সেখানে গিয়ে সমঝোতার চেষ্টা করেছি। অভিযোগ সত্য নয়।
এদিকে সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগে বিএনপি নেতা বিসিসির বর্তমান ও সাবেক দুই কাউন্সিলরসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন নগরীর চকবাজার এলাকার ব্যবসায়ী দেবাশীষ দেবনাথ।চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে করা ওই মামলায় মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সৈয়দ জামাল হোসেন নোমান, তার ভাই সৈয়দ কামাল হোসেন রুবেল, বিএনপি থেকে বহিষ্কৃত বিসিসি কাউন্সিলর সৈয়দ হুমায়ুন কবির লিংকসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ এনেছেন দেবাশীষ দেবনাথ।