বরিশাল বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ
- সময় : ১০:৪৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
- / ৬ বার দেখেছে
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। রোববার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৮৫তম (বিশেষ) সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে উল্লেখ করা হয়, সাধারণ শিক্ষার্থীদের লিখিত দাবির পরিপ্রেক্ষিতে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণে এমন পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা এখন থেকে কোনো প্রকার রাজনৈতিক, পেশাজীবী সংগঠন বা কোনো প্রকার অঙ্গ বা ছায়া সংগঠন, লেজুড়বৃত্তিক প্যানেল বা পরিষদ বা সমিতির সঙ্গে জড়িত থাকতে পারবেন নাএ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে