Site icon আপনার বার্তা

নারায়ণগঞ্জ চেম্বারের নির্বাচন ২২ ফেব্রুয়ারি

দীর্ঘ ২৯ বছর পর নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২০২৫-২০২৭ বর্ষে দুই বছর মেয়াদে নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে। আগামী বছরের ২২ ফেব্রুয়ারি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সর্বশেষ ১৯৯৬ সালে নারায়ণগঞ্জ চেম্বারের নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচন বোর্ড ও আপীল বোর্ডের ১ম যৌথ সভা অনুষ্ঠিত হয়। ওই যৌথ সভায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নির্বাচনের ভোট গ্রহণের তারিখ আগামী বছরের ২২ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়।

সভায় বাণিজ্য সংগঠন বিধি অনুযায়ী যে সব প্রতিষ্ঠান ২৩ ডিসেম্বরের মধ্যে চলতি বছরের বকেয়া চাঁদা, হালনাগাদ ট্রেড লাইসেন্স ও আয়কর প্রত্যয়ন পত্র জমা দেবে শুধু সে সব প্রতিষ্ঠানই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে।

মাহমুদ হোসেনের সভাপতিত্বে সভায় ছিলেন নির্বাচন বোর্ডের স্বপন চৌধুরী, নির্বাচন আপিল বোর্ড এর চেয়ারম্যান ফজলুল হক রুমন রেজা, সদস্য মাওলানা আব্দুল কাইয়ুম ও অ্যাডভোকেট মো. জাকির হোসেন।

আরো পড়ুনঃ ‘আমাকে জামায়াতের রোকন বানিয়ে লিফলেট বিতরণ করেছে’
গত ১০ নভেম্বর অনুষ্ঠিত নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ১২তম কার্যকরী সভায় ২০২৫-২০২৭ কার্যকালের পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড করা হয়। নির্বাচন বোর্ডে বাংলাদেশ ক্লথ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি ও এফবিসিসিআই সাবেক পরিচালক প্রবীর কুমার সাহাকে চেয়ারম্যান, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হোসেন, স্বপন চোধুরীকে সদস্য এবং নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে ফজলুল হক রুমন রেজা, সদস্য হিসেবে মাওলানা আব্দুল কাইয়ুম ও সিনিয়র অ্যাডভোকেট মো. জাকির হোসেনকে নির্বাচন আপিল বোর্ডের সদস্য মনোনীত করা হয়।

Exit mobile version