Site icon আপনার বার্তা

পুলিশের সাবেক আইজিপি মামুন রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গার্মেন্টসকর্মী ফজলুল করিম হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৫ নভেম্বর) তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা উত্তরা জোনাল টিমের ডিবি পুলিশ পরিদর্শক মো. মাহমুদুর রহমান।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ডের আবেদন বাতিলপূর্বক জামিনের আবেদন করেন। এছাড়া রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করা হয়।

উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান জামিনের আবেদন নামঞ্জুর করে রিমান্ডের রিমান্ডের আদেশ দেন।

আরো পড়ুনঃ একনেকে ৫ হাজার ৯১৫ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন
এর আগে গত ৩ সেপ্টেম্বর পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর উত্তরা পূর্ব থানার ঢাকা ময়মনসিংহ রোডের পাশে জসিম উদ্দিন মোড়ে গত ৫ আগস্ট অংশ নেন ফজলুল করিম। বিকাল সাড়ে ৪টায় আসামিদের ছোঁড়া গুলিতে আহত হন ফজলুলসহ আরও অনেকে। তাকে রাত ৯টা ১৯ মিনিটের দিকে বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত ২১ আগস্ট নিহতের ভাই আনোয়ার হোসেন আয়নাল বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের নামে উত্তরা পূর্ব থানায় হত্যা মামলা দায়ের করেন।

Exit mobile version