পিরোজপুর জেলার স্বরূপকাঠিতে ফেইসবুকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে হা হা রিয়েক্ট দেওয়ার ঘটনায় তিন ছাত্রদল কর্মীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে।
রোববার (২৪ নভেম্বর) সকালে উপজেলার জুলুহার বাজারে এ ঘটনা ঘটে।
হামলার শিকার ছাত্রদল কর্মীরা হলো, উপজেলার জুলুহার গ্রামের মো. হাসান, সিয়াম ও রিয়ান। আহতদের মধ্যে সিয়াম ও হাসানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
ছাত্রদল কর্মী সিয়াম বলেন, জুলুহার গ্রামের ছাত্রলীগ কর্মী রিয়াদ ফেইসবুকে শেখ হাসিনার ছবি পোস্ট দেয়। ওই ছবিতে আমরা হা হা রিয়েক্ট দেই। সে কারণে রোববার সকালে জুলুহার বাজারে রিয়াদ, সোহাগ, শহীদুল, ফারজুসহ ১০ থেকে ১২ জন ছাত্রলীগ কর্মী লোহার রড দিয়ে আমাদের পিটিয়ে জখম করে।
আরো পড়ুনঃ আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি হলেন পান্ট
অভিযোগের ব্যাপারে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান বলেন, সিয়াম ও হাসান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নেছারাবাদ থানার ওসি (তদন্ত) মো. মুনির হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।