রাজধানীতে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে আগুন, শিশুসহ দগ্ধ ৭
- সময় : ১২:০২:১০ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
- / ৬ বার দেখেছে
রাজধানীর মিরপুরে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে লাগা আগুনে ৩ শিশুসহ দুই পরিবারের ৭ জন দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধদের মধ্যে ৪০ বছর বয়সী খলিলের শরীরের ৯৫ শতাংশ ও তার স্ত্রী রুমার (৩২) শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে। তাদের তিন সন্তান আব্দুল্লাহ (১৩), মোহাম্মদ (১০) ও ইসমাইলও (৪) দগ্ধ হয়েছে এ ঘটনায়। তাদের শরীরের যথাক্রমে ৩৮, ৩৫ ও ২০ শতাংশ পুড়ে গেছে।
দগ্ধ অন্য পরিবারের দুজন হলেন শাহজাহান (৩৫) এবং তার স্ত্রী স্বপ্না (২৫)। শাহজাহানের শরীরের ৬ শতাংশ এবং স্বপ্নার ১৪ শতাংশ পুড়েছে।
আরো পড়ুনঃ জর্ডানে ইসরায়েলি দূতাবাসের কাছে গোলাগুলি
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, রোববার ভোর সাড়ে ৫টার দিকে মিরপুরের ১১ নম্বর সেকশনের সি-ব্লকের এক বাসায় এ ঘটনা ঘটে। একজনের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। তার বাঁচার সম্ভাবনা খুব কম। বাকিদের চারজনের ২০ শতাংশের বেশি পুড়েছে। তাদের তিনজনের শ্বাসনালি পুড়েছে। এ কারণে তারাও শঙ্কামুক্ত নয়।
তিনি বলেন, আহতদের স্বজনরা জানিয়েছেন, সম্ভবত রান্নাঘরের গ্যাসের লাইনে লিকেজ ছিল। ভোরে চুলা জ্বালাতে গেলে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে। তাতেই তারা দগ্ধ হন।