০৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় মা-মেয়ে নিহত

রিপোর্টার
  • সময় : ০৪:০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
  • / ২০ বার দেখেছে

ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মায়ের মৃত্যুর পর মেয়েরও মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়ে মারা যায়।
এর আগের দিন বুধবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মা। গতকাল সন্ধ্যা ৬টার দিকে ভাঙ্গা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌরসভার চারা বটতলা এলাকার এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভাঙ্গা পৌরসভার কুঠিবাড়ির চরকান্দা গ্রামের আকরাম শেখের স্ত্রী সাজেদা বেগম (৫০) ও তার মেয়ে আছিয়া আক্তার (৫)। এ ঘটনায় সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেল চালক আহত হয়েছেন।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ হেল বাকী এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুনঃযারা হলেন নির্বাচন কমিশনার
তিনি বলেন, বুধবার সন্ধ্যা ৬টার সময় মা ও মেয়ে মহাসড়কের রাস্তা পার হচ্ছিল। ওই সময় সাজেদা আক্তার এবং তার মেয়ে আছিয়া আক্তারকে ভাঙ্গাগামী দ্রুতগতির একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ এবং এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে অবস্থার অবনতি ঘটলে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসক মা সাজেদা আক্তারকে মৃত ঘোষণা করেন। আর ভোররাত ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মেয়ে আছিয়া আক্তারও মারা যায়।

তিনি আরও বলেন, ঘাতক চালক মোটরসাইকেল রেখে পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুন

ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় মা-মেয়ে নিহত

সময় : ০৪:০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মায়ের মৃত্যুর পর মেয়েরও মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়ে মারা যায়।
এর আগের দিন বুধবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মা। গতকাল সন্ধ্যা ৬টার দিকে ভাঙ্গা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌরসভার চারা বটতলা এলাকার এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভাঙ্গা পৌরসভার কুঠিবাড়ির চরকান্দা গ্রামের আকরাম শেখের স্ত্রী সাজেদা বেগম (৫০) ও তার মেয়ে আছিয়া আক্তার (৫)। এ ঘটনায় সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেল চালক আহত হয়েছেন।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ হেল বাকী এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুনঃযারা হলেন নির্বাচন কমিশনার
তিনি বলেন, বুধবার সন্ধ্যা ৬টার সময় মা ও মেয়ে মহাসড়কের রাস্তা পার হচ্ছিল। ওই সময় সাজেদা আক্তার এবং তার মেয়ে আছিয়া আক্তারকে ভাঙ্গাগামী দ্রুতগতির একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ এবং এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে অবস্থার অবনতি ঘটলে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসক মা সাজেদা আক্তারকে মৃত ঘোষণা করেন। আর ভোররাত ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মেয়ে আছিয়া আক্তারও মারা যায়।

তিনি আরও বলেন, ঘাতক চালক মোটরসাইকেল রেখে পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।