Site icon আপনার বার্তা

আনিসুল হক পাঁচ দিন ও জ্যাকব ৩ দিনের রিমান্ডে

পৃথক দুই থানার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৫ দিন ও ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকবের ৩ দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদ শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।

রাজধানীর উত্তরা পূর্ব থানায় গার্মেন্টসকর্মী ফজলুল করিম হত্যা মামলায় আনিসুল হককে ও রূপনগর থানা এলাকায় শামীম হাওলাদার হত্যা মামলায় জ্যাকবকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পাঠানো হয়েছে।মামলার পৃথক তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. মাহমুদুর রহমান ও রূপনগর থানার উপ-পরিদর্শক মামুন মিয়া তাদের ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে তাদের রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়।

এর আগে শুনানির জন্য আনিসুল হক ও আব্দুল্লাহ আল জ্যাকবকে কারাগার থেকে আদালতের এজলাসে হাজির করা হয়।

মামলা সূত্রে জানা হয়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন ফজলুল করিম। এ সময় গুলিবিদ্ধ হলে তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে রাজধানীর উত্তরা পূর্ব থানায় ৪০ জনের নামে মামলা করেন। আজ এ মামলায় আনিসুল হককে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।

অপরদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২০ জুলাই রাজধানীর রূপনগর থানাধীন প্রবেশিকা মোড় এলাকায় গুলিবিদ্ধ হন শামীম হাওলাদার। তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আরো পড়ুনঃ স্বাস্থ্য অধিদপ্তর অবরুদ্ধ করে ফিজিওথেরাপি শিক্ষার্থীদের অবস্থান

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামীম মারা যান। এ ঘটনায় শামীমের চাচাতো ভাই সম্রাট হাওলাদার রূপনগর থানায় হত্যা মামলা করেন। এ মামলায় জ্যাকব এজাহারভুক্ত ১২২ নম্বর আসামি।

প্রসঙ্গত, গত ১ অক্টোবর ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল জ্যাকবকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ওইদিন হত্যাচেষ্টা মামলায় তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিলো। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছিলো।

Exit mobile version