০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

টেকনাফে অস্ত্রধারীদের গুলিতে এক যুবক নিহত

রিপোর্টার
  • সময় : ০২:০০:২৫ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
  • / ১৭ বার দেখেছে

কক্সবাজারের টেকনাফে অস্ত্রধারীদের গুলিতে আব্দুর রহমান (২৭) নামে এক যুবক নিহত। এ ঘটনায় আরও একজন ছুরিকাঘাতে আহত হয়েছেন।

নিহত যুবক আব্দুর রহমান (২৭) টেকনাফের হোয়াইক্যং নয়াবাজার পূর্ব সাতঘরিয়া পাড়ার মৃত আব্দুস সালামের ছেলে। ছুরিকাঘাত আহত যুবক মো. সালমান একই গ্রামের কামাল হোসেনের ছেলে।

রবিবার ( ১৭ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন নিহত আব্দুর রহমানের বোন নুর ফাতেমা আক্তার।

নুর ফাতেমা আক্তার বলেন, পূর্ব শত্রুতার জেরে গত রবিবার রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে আমার ভাই আব্দুর রহমানকে টেকনাফের হোয়াইক্যং নয়াবাজার পশ্চিম সাতঘরিয়া পাড়া, জাহেদ হোসেন, বদি আলম, পুর্ব সাতঘরিয়া পাড়ার জকরিয়া, সাদ্দাম ও ফেরদৌসের নেতৃত্বে একদল অস্ত্রধারী বাড়ি থেকে আমার ভাইকে ফোন করে ডেকে বের করেন।

আরো পড়ুনঃকোমায় ছিলেন খামেনি, তার সম্ভাব্য উত্তরসূরি কে?
পরে তাকে ধরে পার্শ্ববর্তী গ্রামে নিয়ে গুলি চালিয়ে হত্যা করে। এ ঘটনার খবর পেয়ে সালমান নামে আরও এক যুবক তাকে উদ্ধারে গেলে তাকেও ছুরিকাঘাতে আহত করে।

তিনি আরও বলেন, যারা আমার ভাইকে হত্যা করেছেন তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, গতকাল রাতে হোয়াইক্যং নয়াবাজার থেকে আব্দুর রহমান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

টেকনাফে অস্ত্রধারীদের গুলিতে এক যুবক নিহত

সময় : ০২:০০:২৫ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

কক্সবাজারের টেকনাফে অস্ত্রধারীদের গুলিতে আব্দুর রহমান (২৭) নামে এক যুবক নিহত। এ ঘটনায় আরও একজন ছুরিকাঘাতে আহত হয়েছেন।

নিহত যুবক আব্দুর রহমান (২৭) টেকনাফের হোয়াইক্যং নয়াবাজার পূর্ব সাতঘরিয়া পাড়ার মৃত আব্দুস সালামের ছেলে। ছুরিকাঘাত আহত যুবক মো. সালমান একই গ্রামের কামাল হোসেনের ছেলে।

রবিবার ( ১৭ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন নিহত আব্দুর রহমানের বোন নুর ফাতেমা আক্তার।

নুর ফাতেমা আক্তার বলেন, পূর্ব শত্রুতার জেরে গত রবিবার রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে আমার ভাই আব্দুর রহমানকে টেকনাফের হোয়াইক্যং নয়াবাজার পশ্চিম সাতঘরিয়া পাড়া, জাহেদ হোসেন, বদি আলম, পুর্ব সাতঘরিয়া পাড়ার জকরিয়া, সাদ্দাম ও ফেরদৌসের নেতৃত্বে একদল অস্ত্রধারী বাড়ি থেকে আমার ভাইকে ফোন করে ডেকে বের করেন।

আরো পড়ুনঃকোমায় ছিলেন খামেনি, তার সম্ভাব্য উত্তরসূরি কে?
পরে তাকে ধরে পার্শ্ববর্তী গ্রামে নিয়ে গুলি চালিয়ে হত্যা করে। এ ঘটনার খবর পেয়ে সালমান নামে আরও এক যুবক তাকে উদ্ধারে গেলে তাকেও ছুরিকাঘাতে আহত করে।

তিনি আরও বলেন, যারা আমার ভাইকে হত্যা করেছেন তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, গতকাল রাতে হোয়াইক্যং নয়াবাজার থেকে আব্দুর রহমান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।