Site icon আপনার বার্তা

ঈশ্বরদীতে যুবলীগকর্মীকে গুলি করে হত্যা

ঈশ্বরদীর রূপপুরে ওয়ালিফ হোসেন মানিক নামে এক যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৮ই নভেম্বর) সকাল নয়টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর মোড় সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

নিহত মানিক পাকশী দিয়ার বাঘইল (রূপপুর মোড়) এলাকার ইউনুচ আলীর ছেলে ও পাকশী ইউনিয়ন যুবলীগের সদস্য ছিলেন।

আরো পড়ুনঃ মারা গেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু
জানা যায়, নিহত মানিক হাত কাটা টুনটুনির ছোট ভাই মনা হত্যাকাণ্ডের প্রধান আসামি ছিলেন। হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হয়ে গতকাল রবিবার তিনি বাড়িতে এসেছিলেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, মরদেহ থানায় নেয়া হয়েছে, ময়নাতদন্তের জন্য পাবনা পাঠানো হয়েছে । কি কারণে বা কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।

 

Exit mobile version