০৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীতে যৌথ বাহিনীর হাতে ইউপি সদস্য আগ্নেয়াস্ত্রসহ আটক

রিপোর্টার
  • সময় : ০৩:৪৬:২১ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
  • / ১৮ বার দেখেছে

মেহেরপুরের গাংনী উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে আজমাইন হোসেন ওরফে টুটুল নামের ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে। আজ রোববার ভোরে উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। আজমাইন হোসেন কাথুলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও স্থানীয় বিএনপির কর্মী।

অভিযানে নেতৃত্বদানকারী ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ক্যাপ্টেন মোহাম্মদ রওশন বলেন, আজমাইন হোসেনের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র ও সরকারি মালামাল থাকার খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি ওয়ান শুটারগান, বন্দুকের দুটি কার্তুজ, ত্রাণের কম্বল, সরকারি কৃষি প্রণোদনার বীজ, সার ও কয়েকটি সেলাই মেশিন।

আরো পড়ুনঃ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
স্থানীয় লোকজন জানান, গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নটি ভারতের সীমান্তসংলগ্ন। দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার দখল নিয়ে বিএনপি ও আওয়ামী লীগের দুটি পক্ষের দ্বন্দ্ব চলছে। গত ইউপি নির্বাচনে আজমাইন হোসেন সদস্যপদে অংশ নিয়ে জেতেন। নির্বাচনের সময় উপজেলা কৃষক লীগের সভাপতি আতিয়ার হোসেনের কর্মীদের হামলায় নিহত হন আজমাইনের দুই চাচাতো ভাই। ওই ঘটনায় হওয়া মামলায় আতিয়ার জেলে আছেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল বলেন, ইউপি সদস্য আজমাইন হোসেনকে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী। তাঁর বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও সরকারি সামগ্রী আত্মসাতের অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

গাংনীতে যৌথ বাহিনীর হাতে ইউপি সদস্য আগ্নেয়াস্ত্রসহ আটক

সময় : ০৩:৪৬:২১ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

মেহেরপুরের গাংনী উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে আজমাইন হোসেন ওরফে টুটুল নামের ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে। আজ রোববার ভোরে উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। আজমাইন হোসেন কাথুলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও স্থানীয় বিএনপির কর্মী।

অভিযানে নেতৃত্বদানকারী ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ক্যাপ্টেন মোহাম্মদ রওশন বলেন, আজমাইন হোসেনের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র ও সরকারি মালামাল থাকার খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি ওয়ান শুটারগান, বন্দুকের দুটি কার্তুজ, ত্রাণের কম্বল, সরকারি কৃষি প্রণোদনার বীজ, সার ও কয়েকটি সেলাই মেশিন।

আরো পড়ুনঃ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
স্থানীয় লোকজন জানান, গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নটি ভারতের সীমান্তসংলগ্ন। দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার দখল নিয়ে বিএনপি ও আওয়ামী লীগের দুটি পক্ষের দ্বন্দ্ব চলছে। গত ইউপি নির্বাচনে আজমাইন হোসেন সদস্যপদে অংশ নিয়ে জেতেন। নির্বাচনের সময় উপজেলা কৃষক লীগের সভাপতি আতিয়ার হোসেনের কর্মীদের হামলায় নিহত হন আজমাইনের দুই চাচাতো ভাই। ওই ঘটনায় হওয়া মামলায় আতিয়ার জেলে আছেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল বলেন, ইউপি সদস্য আজমাইন হোসেনকে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী। তাঁর বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও সরকারি সামগ্রী আত্মসাতের অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।