এয়ারক্র্যাফটের ভিতরে স্বর্ণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা: এনবিআর চেয়ারম্যান
- সময় : ০২:৩৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
- / ১৮ বার দেখেছে
এয়ারক্রাফটের ভেতরে স্বর্ণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
রোববার (১৭ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হেল্প ডেক্স উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় ঢাকা কাস্টমস হাউসের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
মো. আবদুর রহমান খান বলেন, যে সকল এয়ারক্র্যাফটের ভেতরে স্বর্ণ পাওয়া যাবে, এর দায়-দায়িত্ব তাদেরকেই নিতে হবে। এয়ারক্র্যাফটের অনেক স্পর্শকাতর জায়গা থেকে স্বর্ণ উদ্ধারের ঘটনা ঘটেছে। আমরা এই বিষয়গুলো খুব গুরুত্বের সঙ্গে নিচ্ছি। তদন্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যাগেজ রুলসের সুবিধা নিয়ে একই যাত্রী বারবার স্বর্ণ আনার ঘটনাও আমরা দেখতে পাচ্ছি। এই সকল যাত্রীদেরও বিরুদ্ধে ব্যবস্থা নেবে জাতীয় রাজস্ব বোর্ড।
আরো পড়ুনঃ নবান্ন উৎসব ঘিরে জমজমাট কালাইয়ে মাছের মেলা
যাত্রীসেবা নিয়ে তিনি আরও বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী সেবায নিয়ে বিভিন্ন সংস্থা নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। কাস্টমসের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাত্রীরা যেন সহজেই কাস্টমসের কাছ থেকে সেবা পান, সে ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। বিমানবন্দরের ভিতরে কাস্টমস হেল্প ডেক্সের মাধ্যমে যাত্রীসেবা আরও ত্বরান্বিত হবে। কাস্টমসের কাছ থেকে যাত্রী নাজেহালের কোন অভিযোগ আসলেও আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। প্রবাসী যাত্রীদের সেবার মান সমুন্নত রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে। কাস্টমসের কর্মকর্তারাও সর্বোচ্চ সেবা দিতে কাজ করছে।
এতে আরও উপস্থিত ছিলেন- জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য হাসন আহমদ, ফারজানা আফরাজ, মোহাম্মদ বেলাল হোসাইন চধুরী, মো. মোয়াজ্জম হোসেন, ড. মা. আবদুর রউফ, মো. আজিজুর রহমান, কাজী মাস্তাফিজুর রহমান, কাস্টমস হাউসের কমিশনার অব কাস্টমস মোবারা খানম, অ্যাডিশনাল কমিশনার অব কাস্টমস মোহাম্মদ শহীদুল ইসলাম, সিফাত-ই-মরিয়ম, এয়ারপার্ট কাস্টমস ইনচার্জ ও জয়ট কমিশনার অব কাস্টমস মো. আল-আমিন, এয়ারপার্ট কাস্টমস ইনচার্জ ও জয়ট কমিশনার অব কাস্টমস প্রমুখ।