ম্যাজিস্ট্রেট সেজে প্রতারণা, ৬ মাসের কারাদণ্ড
- সময় : ০৬:১৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
- / ১৯ বার দেখেছে
ময়মনসিংহের গফরগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেজে অবৈধ পলিথিন উদ্ধারের নামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার হুমকি দিয়ে অর্থ দাবি করায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার রাওনা ইউনিয়নের শিবগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমির সালমান রনির ছয় মাসের কারাদণ্ড প্রদান করে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার শিবগঞ্জ বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম তুষার মিয়া (৩৮)। পিতার নাম আজিজুল হক। বাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায়।
আরো পড়ুনঃ ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আবদুল্লাহ মারা গেছেন
এলাকাবাসী সূত্রে জানা গেছে, তুষার মিয়া নিজেকে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে বৃহস্পতিবার সকালে উপজেলার শিবগঞ্জ বাজারে অবৈধ পলিথিন উদ্ধার অভিযানের নামে তিনজন ব্যবসায়ীর কাছে ৫ হাজার টাকা করে দাবি করে। টাকা না পেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার হুমকিও দেয় সে। ব্যবসায়ীদের সন্দেহ হলে কৌশলে তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পরে শিবগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আমির সালমান রনি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি জানান, তুষার মিয়া নিজেই স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন যাবত ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে প্রতারণা করে আসছিল। এই ভুয়া ম্যাজিস্ট্রেটকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।