Site icon আপনার বার্তা

ওয়াসাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে আনার পরামর্শ পিনাকীর

বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বর্তমান অবস্থা এবং পানিবাহিত রোগগুলির বিস্তার নিয়ে এক গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, লেখক ও চিকিৎসক পিনাকী ভট্টাচার্য। পানিবাহিত রোগ থেকে বাঁচতে এবং গ্যাস পোড়ানোর অর্থ সাশ্রয়ে ওয়ায়াকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে আনা উচিত বলে মন্তব্য করেন তিনি। এছাড়া পিনাকী স্বাস্থ্য উপদেষ্টা নন, বরং মজার ছলে মন্ত্রী হওয়ার খায়েশ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে স্বাস্থ্য মন্ত্রণালয়কে পরামর্শ দিয়ে একটি পোস্ট দেন পিনাকী ভট্টাচার্য।

পোস্টটি ইত্তেফাক ডিজিটালের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে ব্যাড়াছাড়া অবস্থা তাতে ওদের কোনো পরামর্শ দিতে ডরই লাগে। কাইন্দা দেয় নাকি আবার সেই ডর। যাই হোক পলিটিক্যাল সরকার আসলেও এই পরামর্শ কাজে লাগাতে পারবেন।

আরো পড়ুনঃ নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে ১০ বছরের কর অব্যাহতি
আমাদের রোগের একটা বড় অংশ পানিবাহিত। ধরেন ডায়রিয়া, আমাশা শুধু না জন্ডিস, পোলিও, টাইফয়েড, গ্যাস্ট্রিক আলসার পর্যন্ত পানি দিয়ে ছড়ায়। আর এইটা ছড়ায় ওয়াসার পানি দিয়ে। আমরা সেই ওয়াসার পানি ফুটায়ে খাই। কতো এনার্জি আর টাইম নষ্ট হয়। এই ওয়াসা স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে আইন্যা পুরা সাপ্লাই লাইন ওভারহলিং করতে হবে। ট্যাপের পানি গ্লাসে নিয়ে যেন খাইতে পারি সেই ব্যবস্থা করতে হবে। প্রচুর গ্যাসের খর্চা তো বাঁচবেই, রোগাক্রান্ত হওয়া থেকে বাঁচবো আমরা। একটা হাইপোথিটিক্যাল হিসাব করি আমরা পানি ফুটানোর জন্য কতো টাকার গ্যাস পুড়াই প্রত্যেকদিন।

বাংলাদেশের নগরবাসীর সংখ্যা প্রায় ৬ কোটি ৭৩ লাখ ৪৮ হাজার ৪০৫ জন। ধরা যাক, প্রতিজন দৈনিক ১ লিটার পানি আধা ঘণ্টা গ্যাসের চুলায় ফুটান। গ্যাসের বর্তমান মূল্য প্রতি ঘনমিটার ১৮ টাকা।

গ্যাসের খরচ কত হয়?

গ্যাসের ব্যবহার: গ্যাসের চুলায় ১ লিটার পানি ফুটাতে প্রায় ০.০৯ ঘনমিটার গ্যাস লাগে।

খরচ: প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১৮ টাকা হলে, ০.০৯ ঘনমিটার গ্যাসের খরচ হয় ১.৬২ টাকা।

মোট খরচ: ৬ কোটি ৭৩ লাখ ৪৮ হাজার ৪০৫ জনের জন্য দৈনিক খরচ হয় ১০ কোটি ৯১ লাখ ৪ হাজার ৪৩৫ টাকা।

তার মানে বাংলাদেশের নগরবাসী যদি প্রতিদিন ১ লিটার পানি গ্যাসের চুলায় ফুটান, তবে দৈনিক প্রায় ১০ কোটি ৯১ লাখ ৪ হাজার ৪৩৫ টাকার গ্যাস ব্যবহৃত হবে।​​

পানি ফুটাতে এক বছরে কতো টাকার গ্যাস পোড়াই আমরা, ভেবে দেখুন।

ফুটনোট: স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার বাসনা থিকা এই পোস্ট দেই নাই। আমার একটা মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ার খায়েশ আছে, তা হলো, “ইন্ডিয়ান নাইকা বিষয়ক মন্ত্রণালয়”। ওই মন্ত্রণালয় চালু হইলে আওয়াজ দিয়েন।’

 

Exit mobile version