বান্দরবানের রুমা উপজেলার মুনলাই পাড়ায় অভিযান চালিয়ে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর একটি গোপন আস্তানা ধ্বংস করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে পরিচালিত এই অভিযানে একে-৪৭ রাইফেল সহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী বেশ কয়েকটি টহল দলের সাহায্যে মুনলাই পাড়া এলাকা ঘেরাও করে তল্লাশি অভিযান পরিচালনা করে। অতর্কিত সেনা অভিযানে দিশেহারা হয়ে কেএনএফ সন্ত্রাসীরা গুলি ছুঁড়তে ছুড়তে আস্তানা ত্যাগ করে পালিয়ে যায়। পরে সেনাবাহিনী কেএনএফ এর আস্তানা তল্লাশি করে তাদের ফেলে যাওয়া বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, ওয়াকি টকি সেট ও ইউনিফর্মসহ আরও অনেক ব্যবহার্য জিনিসপত্র উদ্ধার করে।
আরো পড়ুনঃ ৮ বছর পর ‘লাল গোলাপ’ নিয়ে ফিরছেন শফিক রেহমান
সূত্র আরও জানায়, কেএনএফ দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলে সশস্ত্র কার্যকলাপ চালাচ্ছিল, এবং এই অভিযান তাদের অবৈধ কার্যকলাপে বড় আঘাত হেনেছে। সেনাবাহিনীর এই পদক্ষেপ স্থানীয় এলাকায় নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
কেএনএফ দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলে সশস্ত্র কার্যকলাপ চালাচ্ছিল এবং এই অভিযান তাদের অবৈধ কার্যকলাপে বড় আঘাত হেনেছে। সেনাবাহিনীর এই পদক্ষেপ স্থানীয় এলাকায় নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।