০৮:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আরিচায় বিআইডব্লিউটিএয়ের ড্রেজার পাইপে আগুন

রিপোর্টার
  • সময় : ১২:৪৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • / ২৩ বার দেখেছে

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাট এলাকায় বিআইডব্লিউটিএয়ের ড্রেজিং মেশিনের পাইপে আগুন লেগেছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় বিআইডব্লিউটিয়ের ড্রেজিং অফিসের সামনে এ ঘটনা ঘটে। পুড়ে যাওয়া পাইপের সংখ্যা ও ক্ষতির পরিমাণ নির্ণয়ের কাজ চলছে।

জানা গেছে, নদীতে ড্রেজিংয়ের সময় পাইপ ভাসমান রাখার জন্য ফোম নির্মিত পলিথিন আচ্ছাদিত বয়া ব্যবহার করা হয়। এ বছর জুন মাসে ড্রেজিংয়ের জন্য আনা প্রায় আট ফুট উঁচু ও ১৬ ফুট ব্যাসের বেশকিছু পাইপ আরিচা পুরাতন লঞ্চঘাট এলাকার জেগে উঠা চরে রাখা হয়।

স্থানীয় লোকজন জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে পাইপে আগুন লাগার খবর নিকটবর্তী ড্রেজার অফিসে জানানো হলেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বে অবহেলা ও গড়িমসির এ পর্যায়ে উত্তরদিক থেকে প্রবাহিত বাতাসে আগুন দ্রুত ছড়ায় বলে অভিযোগ উঠেছে। তবে, কর্মকর্তারা এ অভিযোগ অস্বীকার করেন।

ড্রেজার ইউনিট নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ ইত্তেফাককে জানান, সকাল আটটার দিকে আগুনের সূত্রপাত হলে স্থানীয়ভাবে নিয়ন্ত্রণে আনার চেষ্টা ব্যর্থ হয়। এ ঘটনা নাশকতা বলে সন্দেহ করা হচ্ছে।

আরো পড়ুনঃ বয়স ৩০ পেরোলে যেসব খাবার খাবেন না
প্রতিনিধি সরেজমিনে গিয়ে ড্রেজিং ইউনিটের একাধিক কর্মকর্তা-কর্মচারীদের কথা বলে জানতে পারেন, নদীর পাড়ে দীর্ঘদিন যাবৎ রাখা এ সকল পাইপ পাহারা দেয়া বা নজরদারি করার জন্য সংস্থার কোন লোক নিযুক্ত ছিল না।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, সকাল পৌনে নয়টার দিকে খবর পেয়ে শিবালয় ও ঘিওর উপজেলার তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দু’ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাতের বিষয় এখনো কিছু বোঝা যাচ্ছে না। ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।

শেয়ার করুন

আরিচায় বিআইডব্লিউটিএয়ের ড্রেজার পাইপে আগুন

সময় : ১২:৪৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাট এলাকায় বিআইডব্লিউটিএয়ের ড্রেজিং মেশিনের পাইপে আগুন লেগেছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় বিআইডব্লিউটিয়ের ড্রেজিং অফিসের সামনে এ ঘটনা ঘটে। পুড়ে যাওয়া পাইপের সংখ্যা ও ক্ষতির পরিমাণ নির্ণয়ের কাজ চলছে।

জানা গেছে, নদীতে ড্রেজিংয়ের সময় পাইপ ভাসমান রাখার জন্য ফোম নির্মিত পলিথিন আচ্ছাদিত বয়া ব্যবহার করা হয়। এ বছর জুন মাসে ড্রেজিংয়ের জন্য আনা প্রায় আট ফুট উঁচু ও ১৬ ফুট ব্যাসের বেশকিছু পাইপ আরিচা পুরাতন লঞ্চঘাট এলাকার জেগে উঠা চরে রাখা হয়।

স্থানীয় লোকজন জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে পাইপে আগুন লাগার খবর নিকটবর্তী ড্রেজার অফিসে জানানো হলেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বে অবহেলা ও গড়িমসির এ পর্যায়ে উত্তরদিক থেকে প্রবাহিত বাতাসে আগুন দ্রুত ছড়ায় বলে অভিযোগ উঠেছে। তবে, কর্মকর্তারা এ অভিযোগ অস্বীকার করেন।

ড্রেজার ইউনিট নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ ইত্তেফাককে জানান, সকাল আটটার দিকে আগুনের সূত্রপাত হলে স্থানীয়ভাবে নিয়ন্ত্রণে আনার চেষ্টা ব্যর্থ হয়। এ ঘটনা নাশকতা বলে সন্দেহ করা হচ্ছে।

আরো পড়ুনঃ বয়স ৩০ পেরোলে যেসব খাবার খাবেন না
প্রতিনিধি সরেজমিনে গিয়ে ড্রেজিং ইউনিটের একাধিক কর্মকর্তা-কর্মচারীদের কথা বলে জানতে পারেন, নদীর পাড়ে দীর্ঘদিন যাবৎ রাখা এ সকল পাইপ পাহারা দেয়া বা নজরদারি করার জন্য সংস্থার কোন লোক নিযুক্ত ছিল না।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, সকাল পৌনে নয়টার দিকে খবর পেয়ে শিবালয় ও ঘিওর উপজেলার তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দু’ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাতের বিষয় এখনো কিছু বোঝা যাচ্ছে না। ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।