১১:১৫ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় যুবকের পেট থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার

রিপোর্টার
  • সময় : ১১:১৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • / ১৩ বার দেখেছে

স্বর্ণ পাচার করতে গিয়ে আটটি বারসহ খুলনা মহানগরীর সাচিবুনিয়া এলাকা থেকে আব্দুল আওয়াল (৩৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি পেটের মধ্যে স্বর্ণ নিয়ে ঢাকা থেকে খুলনা হয়ে সাতক্ষীরা সীমান্তে যাচ্ছিলেন।

বুধবার (১৩ নভেম্বর) রাত ১১ টার দিকে নগরীর সাচিবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আব্দুল আওয়াল কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ভদরপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, স্বর্ণের একটি চালান ঢাকা থেকে খুলনা হয়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে যাবে। উক্ত সংবাদের ভিত্তিতে তারা লবণচরা থানার ঢাকা- খুলনা মহাসড়কের (রূপসা বাইপাস সড়ক) সাচিবুনিয়া মোড় এলাকার সেফা মেডিক্যালের সামনে চেকপোস্ট বসান। রাত ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী বাসে তল্লাশি চালিয়ে আবদুল আউয়ালকে আটক করেন। কিন্তু থানায় নিয়ে তার দেহ তল্লাশি করে কিছু পাওয়া যায়নি। পরে নগরীর একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এক্সরে করালে তার পেটের মধ্যে স্বর্ণের বার দেখা যায়।

তিনি আরও জানান, থানায় নেওয়ার পর তিনি বিশেষ কায়দায় পরপর ৮ স্বর্ণের বার বের করে দেন। এ ঘটনায় লবণচরা থানায় মামলা হয়েছে বলে।

আরো পড়ুনঃ নওগাঁয় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

শেয়ার করুন

খুলনায় যুবকের পেট থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার

সময় : ১১:১৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

স্বর্ণ পাচার করতে গিয়ে আটটি বারসহ খুলনা মহানগরীর সাচিবুনিয়া এলাকা থেকে আব্দুল আওয়াল (৩৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি পেটের মধ্যে স্বর্ণ নিয়ে ঢাকা থেকে খুলনা হয়ে সাতক্ষীরা সীমান্তে যাচ্ছিলেন।

বুধবার (১৩ নভেম্বর) রাত ১১ টার দিকে নগরীর সাচিবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আব্দুল আওয়াল কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ভদরপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, স্বর্ণের একটি চালান ঢাকা থেকে খুলনা হয়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে যাবে। উক্ত সংবাদের ভিত্তিতে তারা লবণচরা থানার ঢাকা- খুলনা মহাসড়কের (রূপসা বাইপাস সড়ক) সাচিবুনিয়া মোড় এলাকার সেফা মেডিক্যালের সামনে চেকপোস্ট বসান। রাত ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী বাসে তল্লাশি চালিয়ে আবদুল আউয়ালকে আটক করেন। কিন্তু থানায় নিয়ে তার দেহ তল্লাশি করে কিছু পাওয়া যায়নি। পরে নগরীর একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এক্সরে করালে তার পেটের মধ্যে স্বর্ণের বার দেখা যায়।

তিনি আরও জানান, থানায় নেওয়ার পর তিনি বিশেষ কায়দায় পরপর ৮ স্বর্ণের বার বের করে দেন। এ ঘটনায় লবণচরা থানায় মামলা হয়েছে বলে।

আরো পড়ুনঃ নওগাঁয় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা