Site icon আপনার বার্তা

উপদেষ্টাদের দায়িত্বে পরিবর্তন: কে কোন মন্ত্রণালয় পেলেন

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। কয়েকজনের দায়িত্ব রদবদল হয়েছে, আর নতুন করে যুক্ত হওয়া তিনজনের মধ্যে দুইজনকে দেওয়া হয়েছে নতুন দায়িত্ব।

রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় নতুন তিন উপদেষ্টার শপথ গ্রহণের পরপর মন্ত্রিপরিষদ থেকে এক প্রজ্ঞাপনে দায়িত্ব পুনর্বণ্টনের কথা জানানো হয়।

নতুনদের মধ্যে মোস্তফা সরওয়ার ফারুকীকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং সেখ বশির উদ্দিন পেয়েছেন বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব। তবে উপদেষ্টা হিসেবে শপথ নেয়া মাহফুজ আলমকে এখনও কোনও দপ্তর বা মন্ত্রণালয় দেওয়া হয়নি।

আরও পড়ুনঃ শপথ নিলেন নতুন ৩ উপদেষ্টা

দায়িত্ব পুনর্বণ্টনের ফলে এখন প্রধান উপদেষ্টার দায়িত্বে থাকছে- মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে খাদ্য এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ছিল তার দায়িত্বে।

সাহেল উদ্দিন দায়িত্ব পেয়েছেন অর্থ মন্ত্রণালয়ের। এর আগে তিনি বাণিজ্য মন্ত্রণালয়েরও দায়িত্বে ছিলেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আসিফ নজরুলকে। এর আগে তার দায়িত্ব সংস্কৃতি মন্ত্রণালয়ও ছিল।

হাসান আরিফের দায়িত্বে থাকবে ভূমি ও বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এর আগে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়েরও দায়িত্বে ছিলেন। আলী ইমাম মজুমদারকে দেওয়া হয়েছে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয় দেখবেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া। এর আগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ও তার দায়িত্বে ছিল। এম সাখাওয়াত হোসেনকে দেওয়া হয়েছে নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব।

Exit mobile version