‘অপরাধ প্রবণতা বাড়বে’ সেন্টমার্টিনে ভ্রমণ নিষেধাজ্ঞায়
- সময় : ০৫:৪৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
- / ৩০ বার দেখেছে
সেন্টমার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা কিংবা সময়সীমা সীমিত করা হলে সেখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়তে পারে বলে মন্তব্য করেছেন সেন্টমার্টিন দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা উন্নয়ন জোটের চেয়ারম্যান শিবলুল আজম কোরেশী।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পল্টনে সংগঠনটির এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আরো পড়ুনঃ স্বাধীনতা ফিরে পেয়েছেন ছাত্র-শিক্ষকরা: প্রধান উপদেষ্টা
শিবলুল আজম জানান, এতে দেশের পর্যটন খাত ধংসের পাশাপাশি সেখানকার মানুষের মধ্যে অপরাধ প্রবণতা বাড়তে পারে।
এ সময় তিনি অভিযোগ করেন, সেন্টমার্টিনের পর্যটন খাত রক্ষায় সরকারের সংশ্লিষ্ট পক্ষকে চিঠি দেয়া হলেও কোন উত্তর পাওয়া যায়নি।
সভায় পর্যটন ব্যবসার সাথে জড়িত ব্যবসায়ীরা জানান, এই খাতকে রক্ষায় বিজ্ঞান সম্মত পর্যটন নীতি বাস্তবায়ন করা জরুরি। মানুষ মেরে পরিবেশ রক্ষা করতে চাওয়া কতটুকু যৌক্তিক, সেই প্রশ্ন তোলেন বক্তারা।
অন্তত চার থেকে পাঁচমাস পর্যটনের সময় বাড়াতে সরকারের প্রতি আহবান জানান খাত সংশ্লিষ্টরা।