অপ্রয়োজনীয় বিবেচনায় ৪০০ কোটির ৭ প্রকল্প বাতিল
- সময় : ০১:৫২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
- / ১৬২ বার দেখেছে
অপ্রয়োজনীয় বিবেচনায় প্রায় চারশ কোটি টাকার মোট সাত প্রকল্প বাতিল করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। বাতিল এসব প্রকল্পের টাকা অন্য খাতে ব্যয় করার সিদ্ধান্ত হয়েছে। রাজশাহী সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন মেগা প্রকল্পের অধীন এসব প্যাকেজ প্রকল্প হাতে নিয়েছিলেন রাসিকের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। কয়েকদিন আগে রাসিকের নতুন প্রশাসক প্রকল্পগুলো বাতিলের সিদ্ধান্ত জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন। এসব প্রকল্পের টাকা বদলে অন্য কোনো প্রকল্পে ব্যয় করা হবে বলেও রাসিকের চিঠিতে বলা হয়েছে।
রাসিক সূত্র জানায়, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন নামে ২ হাজার ৯৩১ কোটি ৬২ লাখ টাকার একটি বৃহৎ প্রকল্প ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি একনেক সভায় অনুমোদন লাভ করে। এ প্রকল্পের আওতায় নগর সড়ক প্রশস্তকরণ, আলোকায়ন, সবুজায়ন, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ছাড়াও প্রান্তিক সড়কগুলোর উন্নয়নে ব্যয় করা হচ্ছিল। এর মধ্যে নগরীতে কয়েকটি ফ্লাইওভার নির্মাণের কাজ শুরু হয়েছিল। এছাড়া ৫০ কোটি টাকা ব্যয়ে কয়েকটি ফুটওভারব্রিজ নির্মাণের কাজ সম্পন্ন হয়। এসব ফুটওভারব্রিজ এখন কেউ ব্যবহার করছে না বলে অভিযোগ পেয়েছে রাসিকের বর্তমান পরিষদ।
রাসিকের প্রকৌশল শাখা সূত্র জানায়, মেগা প্রকল্পের অধীনে রেলক্রসিংয়ের ওপর কয়েকটি ফ্লাইওভার নির্মাণের কাজ শুরু হয়েছিল। কয়েকটির টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছিল। দরপত্র হওয়া পাঁচটির মধ্যে চারটি ফ্লাইওভারের কাজ শুরু হয়েছিল বছরখানেক আগে। ভদ্রা রেলক্রসিংয়ের ওপর ফ্লাইওভারের টেন্ডার প্রক্রিয়া শেষ না হওয়ায় সেটি বাতিল করা হয়েছে।
সূত্র জানায়, প্রয়োজনীয় নয় বিবেচনায় বাতিল হচ্ছে ১১৮ কোটি ৭০ লাখ ব্যয়ে নগরের কোর্ট স্টেশন রেলক্রসিংয়ের ওপর ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা। নগরীর ভদ্রা রেলক্রসিংয়ের ওপর ফ্লাইওভার না করে আন্ডারপাস করার জন্য ১১৩ কোটি ৪৭ লাখ টাকায় নেওয়া প্রকল্পটি বাতিল করা হয়েছে। নিউমার্কেট-রেলগেট ফ্লাইওভারটির কাজ বাস্তবায়ন করার সিদ্ধান্ত হলেও সেটির নকশায় আংশিক পরিবর্তন করা হয়েছে। তবে এ ফ্লাইওভারের কাজে কাটছাঁট হবে না।
আপনার বার্তা