‘বন্ধু’ ট্রাম্পকে হোয়াইট হাউজ জয়ের অভিনন্দন জানালেন মোদি
- সময় : ০৩:৫১:৪১ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
- / ৭৯ বার দেখেছে
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের দ্বারপ্রান্তে রয়েছেন রিপাবলিকান প্রার্থী এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আনুষ্ঠানিকভাবে বিজয় ঘোষণার আগেই ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক মাধ্যম এক্সে নরেন্দ্র মোদি লিখেন, ‘ঐতিহাসিক নির্বাচনে বিজয়ের জন্য আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন। আপনার পূর্ববর্তী মেয়াদের সাফল্যের উপর ভিত্তি করে আমি ভারত-মার্কিন ব্যাপক বৈশ্বিক এবং কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য উন্মুখ। আসুন একসাথে, আমাদের জনগণের উন্নতির জন্য এবং বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য কাজ করি’।
আরো পড়ুনঃ যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প: ফক্স নিউজ
Heartiest congratulations my friend @realDonaldTrump on your historic election victory. As you build on the successes of your previous term, I look forward to renewing our collaboration to further strengthen the India-US Comprehensive Global and Strategic Partnership. Together,… pic.twitter.com/u5hKPeJ3SY
— Narendra Modi (@narendramodi) November 6, 2024
মোদির সঙ্গে ট্রাম্পের সখ্যতা নতুন নয়। ২০১৯-এর সেপ্টেম্বরে টেক্সাসের হিউস্টনে ‘হাউডি মোদি’ সভায় প্রায় ৫০ হাজার ভারতীয় বংশোদ্ভূত ও প্রবাসী ভারতীয়ের সামনে কূটনীতিক শিষ্টাচার এড়িয়ে ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্লোগান দিয়েছিলেন মোদি।
আরো পড়ুনঃ যুক্তরাষ্ট্র নির্বাচন: বাংলাদেশের রপ্তানির ঝুঁকি?
এরপর ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে ভারত সফরে এসে গুজরাটের আহমেদাবাদে আমন্ত্রিত হয়ে নরেন্দ্র মোদি স্টেডিয়াম উদ্বোধনে গিয়েছিলেন ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া। ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটে হেরে হোয়াইট হাউস থেকে বিদায় নিলেও বিভিন্ন সময় মোদির প্রশংসা করেছেন ট্রাম্প। সংবাদমাধ্যম অ্যাসোসিয়েট প্রেস কর্তৃক সবশেষ প্রকাশিত ফল অনুযায়ী, প্রয়োজনীয় ২৭০ ইলেক্টোরাল ভোট অর্জনের দৌড়ে এখন পর্যন্ত ২৬৭টি পেয়েছেন ট্রাম্প। আর কমলা পেয়েছেন ২২৪ ভোট। বলা যায়, হােয়াইট হাউসের সিংহাসনে বসতে বিজয়ের দ্বারপ্রান্তে ট্রাম্প।