০১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

প্রবাসী অধিকার ঐক্য পরিষদের মানববন্ধন আটক প্রবাসী বাংলাদেশিদের মুক্তির ব্যবস্থা করতে হবে

রিপোর্টার
  • সময় : ০৮:৫০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
  • / ৪ বার দেখেছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে বিক্ষোভ করায় বিভিন্ন দেশে আটক বাংলাদেশিদের মুক্তির বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদ। এ জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে ভূমিকা রাখতে আহ্বান জানিয়েছেন পরিষদটির নেতারা।

আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধনে প্রবাসী অধিকার পরিষদের নেতারা এ দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে অনুষ্ঠিত আন্দোলনে ভূমিকা রাখায় বিশ্বের বিভিন্ন দেশে শতাধিক প্রবাসী বাংলাদেশি আটক হয়েছেন। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কাতারেই গ্রেপ্তার হয়েছেন ৬০ জন প্রবাসী বাংলাদেশি।

মানববন্ধনে প্রবাসী অধিকার পরিষদের উপদেষ্টা কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান বলেন, ‘শেখ হাসিনার পতন আন্দোলনে যাঁরা ভূমিকা রেখেছেন, তাঁরা সবাই দেশপ্রেমিক। তাঁদের শিগগির মুক্তির ব্যবস্থা করতে হবে।’

পরিষদের উপদেষ্টা ফারুক হাসান বলেন, ‘প্রবাসী বাংলাদেশিরা ২৪-এর বীর মুক্তিযোদ্ধা। তাঁরা স্বৈরাচার পতনের আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়কে আগামী এক সপ্তাহের মধ্যে তাঁদের মুক্তির ব্যবস্থা করতে হবে।’

উপদেষ্টা তারেক রহমান বলেন, ‘প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি। তাঁদের দ্রুত মুক্তির ব্যবস্থা করতে হবে। এটা নিয়ে আমরা আর কোনো কালবিলম্ব দেখতে চাই না।’

সভাপতির বক্তৃতায় প্রবাসী অধিকার পরিষদের নেতা সুলতান সরকার বলেন, ‘আমি নিজেই ইরাকপ্রবাসী। দূতাবাসের কর্মকর্তাদের উদাসীনতার কারণে প্রবাসীদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। অন্তর্বর্তীকালীন সরকারকে অভিযুক্তদের বহিষ্কার করে নতুন কর্মকর্তা নিয়োগ দিতে হবে।’

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জিয়াউর রহমান, ইসমাইল আহমেদ, থোয়াই চিং মংচাক, সোহেল মৃধা, মোল্লা রহমতুল্লাহ, মুনতাসীর মাহমুদ প্রমুখ।

ট্যাগ :

শেয়ার করুন

প্রবাসী অধিকার ঐক্য পরিষদের মানববন্ধন আটক প্রবাসী বাংলাদেশিদের মুক্তির ব্যবস্থা করতে হবে

সময় : ০৮:৫০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে বিক্ষোভ করায় বিভিন্ন দেশে আটক বাংলাদেশিদের মুক্তির বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদ। এ জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে ভূমিকা রাখতে আহ্বান জানিয়েছেন পরিষদটির নেতারা।

আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধনে প্রবাসী অধিকার পরিষদের নেতারা এ দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে অনুষ্ঠিত আন্দোলনে ভূমিকা রাখায় বিশ্বের বিভিন্ন দেশে শতাধিক প্রবাসী বাংলাদেশি আটক হয়েছেন। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কাতারেই গ্রেপ্তার হয়েছেন ৬০ জন প্রবাসী বাংলাদেশি।

মানববন্ধনে প্রবাসী অধিকার পরিষদের উপদেষ্টা কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান বলেন, ‘শেখ হাসিনার পতন আন্দোলনে যাঁরা ভূমিকা রেখেছেন, তাঁরা সবাই দেশপ্রেমিক। তাঁদের শিগগির মুক্তির ব্যবস্থা করতে হবে।’

পরিষদের উপদেষ্টা ফারুক হাসান বলেন, ‘প্রবাসী বাংলাদেশিরা ২৪-এর বীর মুক্তিযোদ্ধা। তাঁরা স্বৈরাচার পতনের আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়কে আগামী এক সপ্তাহের মধ্যে তাঁদের মুক্তির ব্যবস্থা করতে হবে।’

উপদেষ্টা তারেক রহমান বলেন, ‘প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি। তাঁদের দ্রুত মুক্তির ব্যবস্থা করতে হবে। এটা নিয়ে আমরা আর কোনো কালবিলম্ব দেখতে চাই না।’

সভাপতির বক্তৃতায় প্রবাসী অধিকার পরিষদের নেতা সুলতান সরকার বলেন, ‘আমি নিজেই ইরাকপ্রবাসী। দূতাবাসের কর্মকর্তাদের উদাসীনতার কারণে প্রবাসীদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। অন্তর্বর্তীকালীন সরকারকে অভিযুক্তদের বহিষ্কার করে নতুন কর্মকর্তা নিয়োগ দিতে হবে।’

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জিয়াউর রহমান, ইসমাইল আহমেদ, থোয়াই চিং মংচাক, সোহেল মৃধা, মোল্লা রহমতুল্লাহ, মুনতাসীর মাহমুদ প্রমুখ।